ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লিডেকির ট্রেবল, বেলমন্টের ইতিহাস

প্রকাশিত: ০৫:৫২, ১২ আগস্ট ২০১৬

লিডেকির ট্রেবল, বেলমন্টের ইতিহাস

স্পোর্টস রিপোর্টার ॥ রিও অলিম্পিকে স্বর্ণ জয়ের হ্যাটট্রিক করেছেন যুক্তরাষ্ট্রের তারকা সাঁতারু কেটি লিডেকি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের হয়ে ৪ল্প২০০ মিটার ফ্রিস্টাইল রিলের স্বর্ণপদক জয় করেন ১৯ বছর বয়সী এই তরুণী। এর আগে তিনি ২০০ মিটার ফ্রিস্টাইল ও ৪০০ মিটার ফ্রিস্টাইলেও স্বর্ণপদক জয় করেন। সবমিলিয়ে রিও অলিম্পিকে লিডেকির স্বর্ণসংখ্যা হলো ৩টি। এছাড়া জিতেছেন একটি রৌপ্যপদকও। এর আগে ২০১২ লন্ডন অলিম্পিকে ৮০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণপদক জেতেন লিডেকি। সাঁতারের শেষ ইভেন্টে অস্ট্রেলিয়া তৃতীয় লেগেও এগিয়ে ছিল। লিডেকি পুলে ঝাঁপিয়েই পাল্টে দেন সব হিসাব-নিকেশ। ১০০ মিটার বাকি থাকতে লিড নেন, সাঁতার থেকে যুক্তরাষ্ট্রকে এনে দেন আরেকটি স্বর্ণ। সবার শেষে সাঁতরাতে আসার সময় বেশ পিছিয়ে ছিল যুক্তরাষ্ট্র। কিন্তু লিডেকি ১ মিনিট ৫৩.৭৪ সেকেন্ড সময় নিয়ে কাক্সিক্ষত স্বর্ণপদক পাইয়ে দেন দেশকে। যুক্তরাষ্ট্রের অন্য সাঁতারুরা ছিলেন এ্যালিসন স্কামিট, লেহ স্মিথ ও মায়া ডিরাডো। এই ইভেন্টে অস্ট্রেলিয়া রৌপ্য ও কানাডা জিতেছে ব্রোঞ্জপদক। লিডেকি মেয়েদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে নিজেরই গড়া বিশ্বরেকর্ড গুঁড়িয়ে সোনা জেতেন। এখন অপেক্ষায় আছেন ৮০০ মিটারেও সেরা হয়ে ফ্রিস্টাইলে বিরল ট্রেবল জেতার। এদিকে স্পেনের মিরেইয়া বেলমন্টে ইতিহাস গড়েছেন। অলিম্পিকে নিজের ক্যারিয়ারের প্রথম স্বর্ণপদক জিতেছেন সুন্দরী এই সাঁতারু। অথচ এক বছর আগেও অলিম্পিকে খেলা নিয়ে শঙ্কায় ছিলেন চোটে পড়া বেলমন্টে। স্পেনের এই সাঁতারু শেষ পর্যন্ত রিও ডি জেনেইরোতে আসেন। আর ইতিহাস গড়ে জয় করলেন মেয়েদের ২০০ মিটার বাটারফ্লাইয়ের স্বর্ণপদক। ২৫ বছর বয়সী বেলমন্টে স্পেনের ইতিহাসে অলিম্পিকে স্বর্ণ জয় করা প্রথম নারী সাঁতারু। বেলমন্টে দুই মিনিট ৪.৮৫ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করেন। শেষ ল্যাপে এসে পিছিয়ে পড়া অস্ট্রেলিয়ার ম্যাডেলিন গ্রোভস মাত্র দশমিক শূন্য তিন সেকেন্ড বেশি সময় নিয়ে রৌপ্যপদক জয় করেন। জাপানের নাটসুমি হোশি দুই মিনিট ৫.২০ সেকন্ড সময় নিয়ে ব্রোঞ্জপদক জয় করেন। এর আগে মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে তৃতীয় হয়েছিলেন বেলমন্টে। কাঁধের চোট থেকে সেরে উঠতে সংগ্রাম করা বেলমন্টে ইতিহাস গড়তে পেরে উচ্ছ্বসিত। তিনি বলেন, আমি ভাবিনি যে আমি সেরে উঠতে পারব। কিন্তু আমি পেরেছি এবং তা সম্ভাব্য সবচেয়ে ভাল উপায়ে। স্পেনের কাতালুনিয়া থেকে উঠে আসা এই সাঁতারু লন্ডনে গত অলিম্পিকে পেয়েছিলেন রৌপ্যপদক। মাঝে চোটের সঙ্গে সংগ্রাম করায় রিওতে জয়টা তার কাছে অবিশ্বাস্য ছিল। কিন্তু শেষপর্যন্ত অসাধ্য সাধন করেছেন তিনি। এ প্রসঙ্গে বেলমন্টে বলেন, আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি এখনও বিশ্বাস করতে পারছি না। এটা আমার ক্যারিয়ারের সেরা সাফল্য।
×