ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিভিও পেট্রোকে কনডেনসেট সরবরাহের নির্দেশ

প্রকাশিত: ০৫:৫০, ১২ আগস্ট ২০১৬

সিভিও পেট্রোকে কনডেনসেট সরবরাহের নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ সিভিও পেট্রোকেমিক্যালের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে সিলেট গ্যাস ফিল্ড কনডেনসেট (গ্যাসের উপজাত) সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে। আর সংস্থাগুলোর এমন হঠকারী সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করে সিভিও। আর সিভিও’র সঙ্গে একাত্মতা পোষণ করে সাত দিনের মধ্যে কনডেনসেট সরবরাহের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। পাশাপাশি উচ্চ আদালত পেট্রোবাংলা, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং জ্বালানি ও খণিজ সম্পদ বিভাগকে ৪ সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে আদালত। জানা যায়, পেট্রোবাংলার নির্দেশ অনুযায়ী গত ২৭ জুলাই, ২০১৬ তারিখে সিলেট গ্যাস ফিল্ড সিভিও’র কাছে কনডেনসেট সরবরাহ সাময়িকভাবে বন্ধ করে দেয়। এতে কোম্পানিটির উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে বিপিসি পেট্রোবাংলা, বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে সিভিও পেট্রোকেমিক্যালের বিরুদ্ধে আইন লঙ্ঘন করে ব্যবসা করার অভিযোগ আনে। সরকারী সংস্থাগুলোর এমন সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করে সিভিও পেট্রোকেমিক্যাল। উচ্চ আদালতের নির্দেশে বলা হয়েছেÑ কারণ দর্শানোর নোটিস ছাড়াই কনডেনসেট সরবরাহ বন্ধ করার আইনগত অধিকার সরকারী এ চার সংস্থার নেই। তাই রায়ের কপি পাওয়ার ৭ দিনের মধ্যে সিলেট গ্যাস ফিল্ডকে কনডেনসেট সরবরাহের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। পাশাপাশি চুক্তি ভঙ্গ করে এবং আইনগত ভিত্তি ছাড়াই এমন নির্দেশ কেন দিয়েছে এর জবাব সিলেট গ্যাস ফিল্ড, বিপিসি, পেট্রোবাংলা এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে আগামী ৪ সপ্তাহের মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
×