ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ট্রেনে পাওয়া শিশুটি এখন মেলান্দহে

প্রকাশিত: ০৫:৪৯, ১২ আগস্ট ২০১৬

ট্রেনে পাওয়া  শিশুটি এখন মেলান্দহে

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১১ আগস্ট ॥ দেড় থেকে দুই বছর বয়সের শিশুটি কার? শিশুর স্বজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে নানু, শিলা আপু, আম্মু শিলা, আব্বু শিলা ছাড়া আর কিছুই বলতে পারে না। কাউকে মোবাইল করা দেখলে শিশুটি মোবাইল কেড়ে নিয়ে বলে আব্বু-আম্মু আমি বাতায় (বাসায়)। তুমি আও (আস)। ৮আগস্ট ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে শিশুটি নিখোঁজ হয়। বর্তমানে জামালপুরের মেলান্দহ রেলস্টেশনের পূর্বপাশে চরবসন্ত গ্রামের শহিদুল ইসলামের তত্ত্বাবধানে শিশুটি আছে। শহিদুল ইসলাম বলেন, ৮আগস্ট ভোর ৬টা ১০মিনিটে এয়ারপোর্ট থেকে ঢাকা-দেওয়ানগঞ্জগামী কমিউটার-২ ট্রেনে উঠি। গ-বগির ১৭-১৮ নং সিটে বসি। পাশের সিটে ঘুমন্ত শিশুকে দেখে যাত্রীরা বলাবলি করছে বাচ্চা কার? শিশুর কোন স্বজন নেই।
×