ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুবলীগ কর্মী ও গৃহবধূ খুন ॥ ৩ লাশ উদ্ধার

প্রকাশিত: ০৫:৪৯, ১২ আগস্ট ২০১৬

যুবলীগ কর্মী ও গৃহবধূ খুন ॥ ৩ লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ গফরগাঁওয়ে যুবলীগ কর্মী ও শরীয়তপুরে গৃহবধূ খুন হয়েছেন। এছাড়া সাতক্ষীরা, নীলফামারী ও কক্সবাজারে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। গফরগাঁও ॥ গফরগাঁও পৌরসভার ৬নং ওয়ার্ডের যুবলীগের এক কর্মীকে বুধবার রাতে কে বা কারা খুন করেছে। জানা গেছে, পৌরসভার রাঘাইচটি এলাকার মৃত কাদির মোল্লার ছেলে পাপ্পুকে (২৪) গত বুধবার গভীর রাতে খুন করে রাঘাইচটি সড়কের উপর ফেলে রাখে। তার গ্রামের বাড়ি গফরগাঁও ইউনিয়নের বনগ্রাম। তিনি গফরগাঁও পৌর এলাকায় তার মামার বাড়িতে থাকতেন। তার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন পাওয়া গেছে। গফরগাঁও পৌরসভা যুবলীগের আহ্বায়ক আওরঙ্গ হেলাল জানান, পাপ্পু পৌরসভা যুবলীগের সদস্য ছিলেন। শরীয়তপুর ॥ গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের চর সামন্তসার গ্রামের আয়না বেগম (১৯) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে তার স্বামী শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ ওঠেছে। ডামুড্যা উপজেলার চরসিধলকুড়া গ্রামের আলাউদ্দিন ফকিরের মেয়ে আয়না বেগমের সঙ্গে চরসামন্তসার গ্রামের মৃত আলাউদ্দিন মাদবরের ছেলে জসিম মাদবরের ১৮ মাস আগে বিয়ে হয়। এরপর থেকেই স্বামী জসিম মাদবর তার স্ত্রীকে যৌতুকের জন্য বারবার শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করে আসছে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে আয়না বেগমের সঙ্গে স্বামী জসিমের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে জসিম মাদবর স্ত্রী আয়না বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে। সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় মোমেনা খাতুন নামে এক গৃহপরিচারিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মাগুরা বউবাজার এলাকার আব্দুল হামিদের বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই গৃহকর্মী স্থানীয় একটি ছাত্রাবাসে রান্না করতেন। তবে তিনি কোথায় থাকতেন তা জানা যায়নি। পুলিশ জানায়, গৃহকর্মী মোমেনার সঙ্গে পাশের গ্রাম পাথরঘাটার জনৈক আসাদের সম্পর্ক ছিল। মোমেনা আসাদের রুমে অন্য এক নারীকে দেখে। বিষয়টি নিয়ে আসাদের সঙ্গে মোমেনার বাগ্বিত-া হয়। ওই সময় আসাদ প্রকাশ্যে তাকে মারধর করে। সকালে স্থানীয়রা গাছে মোমেনার মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। এ সংক্রান্ত একটি চিরকুটও উদ্ধার করেছে পুলিশ। ওসি আরও জানান, নিহতের শরীরে জখমের চিহ্ন রয়েছে। নীলফামারী ॥ রাজা (১৮) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পৌর শহরের বাড়াইপাড়া মহল্লার একটি বাঁশঝাড় থেকে ওই তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সে ওই মহল্লার নূর আলমের ছেলে। এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে রহস্য দেখা দিয়েছে। কক্সবাজার ॥ টেকনাফে সাগরে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ সাইদ আহমদের মৃতদেহ উদ্ধার করেছে স্বজনরা। বৃহস্পতিবার বেলা ১১টায় বঙ্গোপসাগরের ইনানী বীচ উপকূল থেকে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়। বুধবার বেলা ১১টার দিকে বাহারছড়া আচারবনিয়ার মাহমুদুল হাসানের মালিকানাধীন ফিশিং নৌকা নিয়ে শামলাপুরের পশ্চিমে বঙ্গোপসাগরে মাছ শিকারে যান স্থানীয় আজিম উল্লাহ ফকিরের পুত্র মোহাম্মদ সাইদ (২৬)। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রবল ঝড়োহাওয়ায় সাইদ মাছ ধরার নৌকা থেকে সাগরে পড়ে যান।
×