ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টুঙ্গিপাড়ায় এবার ৩৫ হাজার মানুষের মেজবান করবেন মহিউদ্দিন চৌধুরী

প্রকাশিত: ০৫:৪৯, ১২ আগস্ট ২০১৬

টুঙ্গিপাড়ায় এবার  ৩৫ হাজার মানুষের মেজবান করবেন মহিউদ্দিন চৌধুরী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আর মাত্র তিনদিন পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী। রাষ্ট্রীয়ভাবে এ বার্ষিকী পালনের পাশাপাশি দেশের সর্বত্র এমনকি আনাচে-কানাচেও হাজার বছরের এ শ্রেষ্ঠ বাঙালীকে নিয়ে সভা, সমাবেশ, সিম্পোজিয়াম, ফাতেহা, মেজবানসহ নানা কর্মসূচী পালিত হবে। কিন্তু সবচেয়ে বড় আয়োজনটি হবে বঙ্গবন্ধুর সমাধিস্থল টুঙ্গিপাড়ায়। এ আয়োজনটি বরাবরের মতো করতে যাচ্ছেন চট্টগ্রামের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী। এবার প্রায় ৩৫ হাজার লোকের জন্য বিশাল এক মেজবান আয়োজনের প্রস্তুতি তার পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। জনকণ্ঠকে তিনি জানিয়েছেন, চট্টগ্রাম থেকে দুই বাস ও তিনটি মাইক্রোবাসযোগে বিভিন্ন সরঞ্জামাদিসহ বাবুর্চি হোসেনের নেতৃত্বে একটি দল ইতোমধ্যেই টুঙ্গিপাড়ায় পৌঁছে গেছেন। ১৪ আগস্ট যাবেন এবিএম মহিউদ্দিন চৌধুরী। পরদিন সকাল থেকে মেজবানের শুরুতে তিনি উপস্থিত থাকবেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য মন্ত্রী, এমপি, সরকারী-বেসরকারী পদস্থ কর্মকর্তাগণও টুঙ্গিপাড়ায় উপস্থিত থাকবেন। মহিউদ্দিন চৌধুরী প্রতিবছর ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে এ ধরনের আয়োজন করে আসছেন গত ছাব্বিশ বছর ধরে। দিন দিন তার আয়োজনের পরিধি বড় হচ্ছে।
×