ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে বিচারক ও চল্লিশ আইনজীবীকে হত্যার হুমকি

প্রকাশিত: ০৫:৪৮, ১২ আগস্ট ২০১৬

জয়পুরহাটে বিচারক ও চল্লিশ আইনজীবীকে হত্যার হুমকি

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট থেকে জানান, ২৮ দিনের মাথায় এবার কাফনের কাপড় পাঠিয়ে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আব্দুর রহিমকে হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে কথিত জঙ্গী জনৈক নূর হোসেন ম-ল। বুধবার জেলা ও দায়রা জজ হত্যার হুমকির চিঠি পাওয়ার পর বৃহস্পতিবার সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন। শুধু জেলা ও দায়রা জজই নয় একই চিঠিতে জেলার ৪০ আইনজীবীকেও হত্যার হুমকি দেয়া হয়েছে। একই সাথে আদালত ভবন, পুলিশ লাইনস, বিজিবি ক্যাম্প, সদর থানা, সোনালী ব্যাংক, ডিসি অফিস, জেলখানা, হিন্দুদের মন্দির, বিচারককে হত্যা, দায়রা জজ আদালত, এ্যাডিশনাল জজ আদালত, পারিবারিক জজ আদালত ভবন, বার সমিতি, শিক্ষা অফিস, হোটেল রেস্তরাঁ, র‌্যাব অফিস হাইড্রোজেন বোমা মেরে উড়িয়ে দেয়ার ঘোষণাও দিয়েছে। উল্লেখ্য, গত ১৪ জুলাই জেলা ও দায়রা জজকে একই ব্যক্তির নামে চিঠি পাঠিয়ে হুমকি দেয়ার ঘটনার পরদিন জয়পুরহাট সদর থানার জেলা জজ জিডি ঘটনার পর গত ২৭ দিনেও এ ঘটনায় জড়িত চিঠি প্রদানকারী হুমকিদাতাকে পুলিশ শনাক্ত করতে পারেনি। পরবর্তিতে আবারও ১০ আগস্ট একই ব্যক্তির নামে জেলা জজকে হুমকি দেয়া হয়। দ্বিতীয় দফার এই চিঠিটি এমন এক সময়ে এসেছে যখন জয়পুরহাটের অতিরিক্ত জেলা দায়রা জজ ড. আব্দুল মজিদের আদালতে জেলার কালাই উপজেলার বেগুন গ্রামের পিরের আস্তানায় ৫ খুনের চঞ্চল্যকর মামলা চলছে। মামলায় জেএমবির শীর্ষ নেতাসহ ২১ জনের বিচারকার্য বুধবার থেকে শুরু হয়েছে।
×