ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভালুকা উপজেলা পরিষদ উড়িয়ে দেয়ার হুমকি

প্রকাশিত: ০৫:৪৮, ১২ আগস্ট ২০১৬

ভালুকা উপজেলা পরিষদ উড়িয়ে দেয়ার হুমকি

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ১১ আগস্ট ॥ ভালুকা উপজেলা পরিষদ কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনটি আগামী সোমবারের মধ্যে বোমা মেরে উড়িয়ে দিয়ে তাকে হত্যা করা হবে বলে, মঙ্গলবার বিকেলে ভালুকার ইউএনওকে মোবাইল ফোনের মাধ্যমে হুমকি প্রদান করা হয়েছে। এ ব্যাপারে ভালুকা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল আহসান তালুকদারের সরকারী মোবাইল ফোনে মঙ্গলবার বিকেল ৫.৩৮ মিনিটের ০১৮৩০৮৪৫২৪০ নম্বর থেকে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন ও উপজেলা পরিষদ কার্যালয় আগামী সোমবারের মধ্যে বোমা মেরে উড়িয়ে দিয়ে হত্যার হুমকি প্রদান করা হয়। তবে হুমকিদাতা তার পরিচয় প্রদান করেনি। হুমকির প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় ইউএনও মোঃ কামরুল আহসান তালুকদার বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি জিডি দায়ের করেছেন। ওই রাতেই এ বিষয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক, পুলিশ সুপার, অধিনায়ক র‌্যাব-১৪ ও চেয়ারম্যান উপজেলা পরিষদ, ভালুকা, ময়মনসিংহের বরাবরে সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত প্রতিবেদন প্রেরণ করেছেন বলে জানা যায়। ভালুকা মডেল থানা ও র‌্যাব-১৪ ময়মনসিংহের পৃথক দুটি দল হুমকির ঘটনাটি তদন্তে কাজ শুরু করেছেন বলে উপজেলা পরিষদ সুত্রে জানা যায়। বুধবার র‌্যাব-১৪ এর একটি দল এ ব্যাপারে তদন্তের জন্য ঘটনাস্থলসহ উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল আহসান তালুকদার জানান, হুমকি দাতা তার পরিচয় গোপন রেখে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন ও উপজেলা পরিষদ কার্যালয় বোমা মেরে উড়িয়ে দিয়ে তাকে হত্যা করার হুমকি প্রদান করেন । পরবর্তীতে ওই মোবাইল নম্বরে ফোন করলে রিসিভ করা হয়নি। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ জানান, উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন ও উপজেলা পরিষদ কার্যালয় বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি প্রদানের প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় মডেল থানায় একটি জিডি করা হয়েছে।
×