ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শিশুর ‘হাত-পায়ে গাছের শিকড়’

প্রকাশিত: ০৫:৪৮, ১২ আগস্ট ২০১৬

শিশুর ‘হাত-পায়ে গাছের শিকড়’

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১১ আগস্ট ॥ হাত-পায়ে গুটির মতো রোগে ভোগা এক শিশুর সন্ধান মিলেছে পীরগঞ্জ উপজেলার কেটগাঁও গ্রামে। তার পরিবার জানিয়েছে, জন্মের তিন মাস পর থেকেই শিশু রিপন রায়ের হাতে-পায়ে এ রোগ দেখা দেয়। তার বয়স সাত বছর হয়ে গেলেও সুস্থ করতে পারেননি স্থানীয় চিকিৎসকরা। আর্থিক অনটনে কারণে উন্নত চিকিৎসাও করাতে পারছেন না জুতা সেলাইয়ের কাজে নিয়োজিত তার বাবা মহেন্দ্র রায়। কেটগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্র রিপন তিন ভাইবোনের মধ্যে সবার ছোট। রিপন রায় বলে, আমার চলাফেরা করতে খুবই সমস্যা হয়। নিজে নিজে গোসল করতে পারি না। হাত দিয়ে ভাত খেতে পারি না। বন্ধুদের সঙ্গে খেলতে ও নিয়মিত স্কুলে যেতে পারি না। মা গোলাপী রানী বলেন, স্থানীয় ডাক্তার দেখিয়েছি, কিন্তু তার সুস্থ হওয়ার লক্ষণ নেই। ডাক্তাররা বলেছেন, ঢাকা বা ভারত নিয়ে যেতে। কিন্তু আমার তো এত টাকা-পয়সা নেই। কেমন করে ঢাকায় নিয়ে যাব? এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার হুমায়ুন কবির বলেন, ধারণা করা হচ্ছে এটি নিউরন সংক্রান্ত রোগ। এ জাতীয় রোগীদের হাত-পা গাছের শিকড়ের মতো হয়। এ রোগটা আগে ছিল না। গবেষকরা এ রোগের কারণ জানতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত কোন কারণ জানা যায়নি।
×