ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়া ও চীন থেকে ৩ পাকিস্তানী বহিষ্কৃত

প্রকাশিত: ০৫:৪৫, ১২ আগস্ট ২০১৬

মালয়েশিয়া ও চীন  থেকে ৩ পাকিস্তানী বহিষ্কৃত

মিয়ানমার থেকে গত সপ্তাহে দুই পাকিস্তানীকে ফেরত পাঠানোর পর নিরাপত্তার খাতিরে মালয়েশিয়া ও চীন দেশটির তিন নাগরিককে বের করে দিয়েছে। খবর ওয়েবসাইটের। মালয়েশিয়ার শীর্ষ একাধিক কর্মকর্তা জানান, কাজিম আলি (২০) ও রাহিল শাহিদ (২২) নামে দুই পাকিস্তানীকে গত ৬ আগস্ট কুয়ালালামপুর থেকে ফেরত পাঠানো হয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও মালয়েশিয়া সরকারের অবস্থান ইসলামী উগ্রবাদের বিরুদ্ধে, যেখানে ভারতের বিতর্কিত বক্তা জাকির নায়েক নিষিদ্ধ। অন্যদিকে চীনের কর্মকর্তারা বলছেন, একই দিন আরেক পাকিস্তানী নাগরিক ফারাজ সোহাইল খানকে (২৬) সাংহাই থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে। পাকিস্তানের সঙ্গে চীনের ‘ভ্রাতৃত্বের’ সম্পর্ক বিবেচনা করলে ‘নিরাপত্তা খাতিরে’ এভাবে চীন থেকে পাকিস্তানী নাগরিককে বহিষ্কারের বিষয়টি গুরুত্বপূর্ণ।
×