ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের কোয়েটায় ফের বোমা হামলা, আহত ৭

প্রকাশিত: ০৫:৪৫, ১২ আগস্ট ২০১৬

পাকিস্তানের কোয়েটায় ফের বোমা হামলা, আহত ৭

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় বৃহস্পতিবার শহরের আল খাইর হাসপাতালের কাছে সন্ত্রাস-দমন ফোর্সের (এটিএফ) একটি গাড়ি লক্ষ্য করে সড়কে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণে ছয় বেসামরিক লোক ও চার নিরাপত্তা কর্মকর্তা আহত হন বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি জানান, এটি একটি ব্যস্ত সড়ক। সন্ত্রাসীরা এর সুযোগ গ্রহণ করেছে। তারা বোমা পেতে রেখে মোটরসাইকেলযোগে পালিয়ে গেছে। বিস্ফোরণে সড়কটির আশপাশের ভবনের জানালাগুলো ভেঙ্গে যায়। আহতদের কোয়েটার সিভিল হাসপাতাল ও সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলটি ঘিরে রেখেছে। নিরাপত্তা বাহিনী ও বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড আলামত সংগ্রহ করেছে। বোমাটিতে তিন থেকে চার কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। উপর্যুপরি হামলার মুখে প্রদেশের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। সোমবার কোয়েটার সরকারী হাসপাতালের জরুরী বিভাগে চালানো বড় ধরনের আত্মঘাতী বোমা হামলায় ৭৪ জন নিহত হন। নিহতদের মধ্যে ৬০ জনই আইনজীবী। বাকিদের মধ্যে অধিকাংশই সাংবাদিক। Ñডন অনলাইন
×