ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তুরস্কে বোমা হামলা গোলাবর্ষণ নিহত ১৩

প্রকাশিত: ০৫:৪৪, ১২ আগস্ট ২০১৬

তুরস্কে বোমা হামলা গোলাবর্ষণ  নিহত ১৩

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের কুর্দি অধ্যুষিত এলাকার দুটি শহরে দুটি বোমা বিস্ফোরণে নয় বেসামরিক এবং ইরাক সীমান্ত থেকে চালানো রকেট ও কামানের গোলাবর্ষণে চার সেনা নিহত হয়েছেন। বুধবারের এসব হামলার ঘটনায় আরও অন্ততপক্ষে ৬১ জন আহত হয়েছেন। এসব হামলার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করেছে তুর্কি কর্তৃপক্ষকে। খবর ওয়েবসাইটের। বুধবার সকালে সীমান্তের ওপারে ইরাকী এলাকা থেকে বিদ্রোহীদের ছোঁড়া রকেট ও কামানের গোলায় চার সেনা নিহত ও নয় সেনা আহত হন। সিরনাক প্রদেশে চালানো এই হামলার জন্য পিকেকে-কে দায়ী করেছে তুর্কি নিরাপত্তা বাহিনী। মারদিন প্রদেশে সিরীয় সীমান্তবর্তী কিজিলতেপি শহরে একটি হাসপাতালের কাছে চালানো দূর-নিয়ন্ত্রিত বোমার বিস্ফোরণে চার বেসামরিক নিহত হন। একটি পুলিশ বাসকে লক্ষ্য করে রাস্তার পাশে পেতে রাখা বোমাটির বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছে সূত্রগুলো। এতে আরও ৩০ বেসামরিক ও ১০ পুলিশ কর্মকর্তা আহত হন।
×