ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী কাল পায়রা বন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন

প্রকাশিত: ০৫:৩৯, ১২ আগস্ট ২০১৬

প্রধানমন্ত্রী কাল  পায়রা বন্দরের আনুষ্ঠানিক  উদ্বোধন করবেন

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১১ আগস্ট ॥ শনিবার পায়রা বন্দরের অপারেশনাল কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। এ উপলক্ষে টিয়াখালীর পায়রা বন্দর প্রকল্প এলাকায় চলছে ব্যাপক প্রস্তুতি। পায়রা বন্দর ও তার আশপাশে টিয়াখালী নদীতে অন্তত ১১টি লাইটার জাহাজ পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে। বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্যাপ্টেন সাইদুর রহমান (ট্যাজ), পিএসসি, পিজিএম জানান, ১৩ আগস্ট বেলা ১১টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বন্দরের অপারেশনাল কার্যক্রমের উদ্বোধন এবং নামফলক উন্মোচন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে নৌমন্ত্রী শাজাহান খান এমপি উপস্থিত থাকবেন। এছাড়া নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব) রফিকুল ইসলাম বীর উত্তম, নৌবাহিনী প্রধান এডমিরাল নিজাম উদ্দিন (ট্যাজ), ওসপি, এনডিসি, সংসদ সদস্য আলহাজ মাহবুবুর রহমান, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন এনডিসি, এনবিআর চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদুল হক ও স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পায়রা বন্দরের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘিরে গোটা কলাপাড়া উৎসবমুখর হয়ে পড়েছে। ইতোমধ্যে এ বন্দরের বহির্নোঙ্গরে পহেলা আগস্ট বিকেল থেকে পণ্যবাহী জাহাজ এমভি ফরচুন (মাদার ভেসেল) অপেক্ষা করছে। ২ আগস্ট পণ্য খালাসের প্রস্তুতি নেয়া হয়। দু’টি লাইটার জাহাজ রামনাবাদ মোহনা থেকে গভীর সাগরবক্ষে গিয়ে সাগর ভয়াল উত্তাল এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ফিরে আসে। পণ্য খালাস কার্যক্রম বন্ধ থাকে। ২০১৮ সালে পুরোদমে চালু হবে এ বন্দরটির কার্যক্রম।
×