ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মুস্তাফিজের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫:৩৮, ১২ আগস্ট ২০১৬

মুস্তাফিজের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনের সাউথ কেনসিংটন বুপা ক্রমওয়েল হাসপাতালে চিকিৎসাধীন দেশের খ্যাতিমান ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন। মুস্তাফিজের অস্ত্রোপচারের পূর্বে বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফোন করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। টেলিফোনে প্রধানমন্ত্রী এই তরুণ ক্রিকেটারের চিকিৎসা ও অস্ত্রোপচার সংক্রান্ত খোঁজ নেন এবং তাকে সাহস যোগান। প্রধানমন্ত্রী এ সময় বোলিং বিস্ময় মুস্তাফিজকে সাহস যোগাতে বলেন, “ভয় পেয়ো না, সুস্থ হয়ে শীঘ্রই তুমি আবার ফিরে আসবে ক্রিকেট মাঠে।” প্রধানমন্ত্রী মুস্তাফিজকে জানান, লন্ডনে অবস্থানরত বিসিবি’র প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এমপিকে তিনি তার চিকিৎসার বিষয়টি সার্বিকভাবে দেখাশোনার জন্য বলে দিয়েছেন। প্রধানমন্ত্রী মুস্তাফিজের সফল অস্ত্রোপচার ও দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং দেশবাসীকে এই বাঁহাতি পেসারের জন্য বিশেষভাবে দোয়া করতে অনুরোধ জানিয়েছেন। লন্ডনে চিকিৎসাধীন মুস্তাফিজ প্রধানমন্ত্রীর ফোন পেয়ে আনন্দে অভিভূত হন। তিনি ক্রিকেটপ্রেমী, ক্রীড়া ও ক্রীড়াবিদবান্ধব এই প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। জানা গেছে, মুস্তাফিজের প্রতি বিশেষ নজর রাখতে বিসিবি প্রেসিডেন্টকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
×