ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অগ্রণী ব্যাংকের অর্থ আত্মসাত মামলায় মুন গ্রুপ চেয়ারম্যান মিজান গ্রেফতার

প্রকাশিত: ০৮:১০, ১১ আগস্ট ২০১৬

অগ্রণী ব্যাংকের অর্থ আত্মসাত মামলায় মুন গ্রুপ চেয়ারম্যান মিজান গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ অনিয়ম করে ঋণ নিয়ে অগ্রণী ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতার হয়েছেন মুন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মিজানুর রহমান। বুধবার রাত সাড়ে ৮টার দিকে স্টার কাবাবের বিপরীতে ধানম-ির ২ নং রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদকের পরিচালক সৈয়দ ইকবালের নেতৃত্বে উপ-পরিচালক বেনজির আহম্মেদ ও অতিরিক্ত পুলিশ সুপার এএসএম রফিকুল ইসলাম ধানম-ির ২ নম্বর থেকে মিজানুর রহমানকে গ্রেফতার করেন। অতিরিক্ত পুলিশ সুপার এএসএম রফিকুল ইসলাম জনকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। এই মামলায় গত ৩০ জুন রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল হামিদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান খান, ডিজিএম মোঃ আখতারুল আলম এবং এজিএম মোঃ শফিউল্লাহকে গ্রেফতার করেছিল দুদক। মামলায় মুন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজকে প্রায় ৩০০ কোটি টাকা ঋণ দিয়ে পরস্পরের যোগসাজশে তা আত্মসাতের অভিযোগ এনেছে দুদক। মুন গ্রুপের চেয়ারম্যান মিজানকে কল্যাণপুরের একটি জায়গার বিপরীতে ঋণ দিয়েছিল অগ্রণী ব্যাংক। দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে, মিজান ওই জমির মালিকানা দাবি করে ব্যাংক থেকে ঋণ নিলেও তার মালিকানা স্বত্বের বৈধতা নিয়ে আদালতে মামলা চলছে।
×