ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপি-জামায়াতের লোকরাই হত্যাকাণ্ড ঘটিয়ে আইএস পরিচয় দিচ্ছে॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৮:০৮, ১১ আগস্ট ২০১৬

বিএনপি-জামায়াতের লোকরাই হত্যাকাণ্ড ঘটিয়ে আইএস পরিচয় দিচ্ছে॥ স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে আইএসের কোন অস্তিত্ব নেই। এদেশে বিএনপি-জামায়াতের লোকই বিভিন্ন হত্যাকা- ঘটিয়ে নিজেদের আইএস হিসেবে পরিচয় দিচ্ছে এবং আমেরিকা থেকে একটি ওয়েবসাইটে তাৎক্ষণিক তা প্রচার করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অল্প সময়ের মধ্যেই এদেশ থেকে জঙ্গীবাদের শিকড় উপড়ে ফেলতে সক্ষম হব। বুধবার রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা শিল্পাঞ্চল বালুর মাঠ প্রাঙ্গণে শ্যামপুর-কদমতলী থানা নাগরিক কমিটি ও সন্ত্রাসবিরোধী কমিটি আয়োজিত ‘সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী’ সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা-৪ আসনের এমপি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, হেদায়েতুল ইসলাম স্বপন, গোলাম আশরাফ তালুকদার, পুলিশের ওয়ারী জোনের ডিসি মোঃ ফরিদ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, কাজী মনিরুল ইসলাম মনু, নাসিম মিয়া, মোবারক হোসেন, কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবু প্রমুখ। যুবলীগের প্রেসিডিয়াম সদস্য দীপুকে সাময়িক বহিষ্কার ॥ আতিয়ার রহমান ওরফে দীপুকে যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সরকারের নীতিমালা ও জনস্বার্থ পরিপন্থী কর্মকা-ে লিপ্ত থাকায় তাকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এই মর্মে একটি শোকজ নোটিস পাঠানো হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে নোটিসের জবাব দেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জনকণ্ঠকে জানান কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ।
×