ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জিটিভিতে রিও অলিম্পিক

প্রকাশিত: ০৭:০৪, ১১ আগস্ট ২০১৬

জিটিভিতে রিও অলিম্পিক

সংস্কৃতি ডেস্ক ॥ বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়া আসর অলিম্পিক। বিশ্বের এই সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতার ব্যাপারে অন্যান্য দেশের মতো বাংলাদেশের মানুষের মধ্যেও রয়েছে ব্যাপক আগ্রহ। আমাদের দেশের মানুষ ক্রীড়াপ্রেমিক। এটা বিভিন্ন খেলার অংশগ্রহণ এবং সাফল্যের মাধ্যমে বহুবার প্রমাণ হয়েছে। অন্যবারের মতো এবারও রিও অলিম্পিকের প্রতিযোগিতাগুলো বাংলাদেশের ক্রীড়াপ্রেমী মানুষ গভীর আগ্রহ নিয়ে দেখছেন। আর বাংলাদেশের প্রতিযোগীরা অংশ নেয়ায় এই আগ্রহ আরও বেড়েছে নিঃসন্দেহে। তাই গাজী স্যাটেলাইট টেলিভিশন লিমিটেড (জিটিভি) দর্শকদের কথা চিন্তা করে ‘রিও অলিম্পিক ২০১৬’-এর খেলা সরাসরি সম্প্রচার করছে। ‘রিও অলিম্পিক ২০১৬’ সরাসরি সম্প্রচারের পাশাপাশি চ্যানেলটি সম্প্রচার করছে অলিম্পিক নিয়ে একাধিক বিশেষ অনুষ্ঠানের। এরই ধারাবাহিকতায় সকাল ৮-৩০মিনিটে প্রচার হচ্ছে ‘অলিম্পিক হাইলাইটস’ বেলা ৩টায় প্রচার হবে ‘অলিম্পিক এক্সট্রা’ এবং সন্ধ্যা ৬টায় ‘অলিম্পিক ম্যানিয়া’ প্রচার হচ্ছে।
×