ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চলে গেলেন বাউল শিল্পী রব ফকির

প্রকাশিত: ০৭:০৩, ১১ আগস্ট ২০১৬

চলে গেলেন বাউল শিল্পী রব ফকির

সংস্কৃতি ডেস্ক ॥ দেশের গুণী বাউল শিল্পী কুষ্টিয়ার রব ফকির আর নেই। গত ৬ আগস্ট শনিবার রাতে না ফেরার দেশে চলে গেছেন দোতারার এই মহান শিল্পী। মাত্র ৪৮ বছর বয়সেই সাড়া দিতে হয়েছে মৃত্যুর ডাকে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেশ কিছুদিন অসুস্থ হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সঙ্গীত সাধক। কুষ্টিয়ার বাড়াদীতে জন্ম নেয়া এই শিল্পী ছোটবেলা থেকেই বাউল গানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। শৈশবে বাবার সাইকেলে চড়েই রব চলে যেতেন লালনের আখড়ায়। তখন থেকেই ওস্তাদের সঙ্গে পরিচয়। আর লালন সাধনার শুরু। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে তিনিও প্রতিষ্ঠিত হন একজন জনপ্রিয় বাউলশিল্পী হিসেবে। দেশ- বিদেশের বিভিন্ন স্থানে গিয়ে তিনি বাউল গান গেয়ে শ্রোতাদের মনে দখল করে নিয়ছেন অন্য রকম এক ভালবাসার জায়গা। নিজের সম্পর্কে কেউ জানতে চাইলে এই গুণী লালন সাধক অকপটে বলতেন, ‘আমার দেহটাই দোতারা, লালনের গানই আমার ধর্ম’। গলায় দোতারা ঝুলিয়ে অপূর্ব ভঙ্গিমায় বাউল গান পরিবেশন করতেন তিনি। তার গানে মুগ্ধ হয়েছে অসংখ্য বাউলসঙ্গীতপ্রিয় মানুষ। কিন্তু, পৃথিবীর চিরায়ত নিয়মের কাছে বন্দী সবাই। সেই নিয়মের সঙ্গে আপোস করা কারও পক্ষেই সম্ভব নয়। তিনিও তার ব্যতিক্রম নন। চলে গেলেন না ফেরার দেশে। তার মৃত্যুতে দেশ একজন গুণী সঙ্গীত সাধককে হারাল এমনটিই মনে করছেন সংশ্লিষ্টরা।
×