ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘নিয়তি’ নিয়ে আশাবাদী ॥ জলি

প্রকাশিত: ০৭:০১, ১১ আগস্ট ২০১৬

‘নিয়তি’ নিয়ে আশাবাদী ॥ জলি

সম্ভাবনাময় চলচ্চিত্র অভিনেত্রী জলি। রূপালী পর্দায় নতুন হলেও অভিনয়ে দক্ষ। ‘অঙ্গার’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে প্রবেশ। আগামী ১২ আগস্ট মুক্তি পাচ্ছে তার অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র ‘নিয়তি’। তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। চলচ্চিত্র নিয়ে তার সঙ্গে কথা হয়। ‘নিয়তি’ চলচ্চিত্র প্রসঙ্গে বলুন। জলি : আপনারা জানেন যে ভারতে শুভ সূচনার পর এবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘নিয়তি’। আবদুল্লাহ্ জহির বাবুর গল্প ও চিত্রনাট্যে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। এতে আমাদের দেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে ভারতের এস কে মুভিজের ব্যবসায়িক অংশীদারিত্ব রয়েছে। চলচ্চিত্রটিতে আপনার চরিত্র সম্পর্কে বলুন। জলি : চলচ্চিত্রে আমার চরিত্রের নাম মিলা। চঞ্চল প্রকৃতির কলেজ পড়–য়া একটি মেয়ে। বাবার সঙ্গে বেশিরভাগ সময়ে ঝগড়া হয়। কোন এক সময়ে সে একটি প্রাইভেট গাড়ির ড্রাইভারের চাকরি করে। এবং যার গাড়ি চালায় সে এই চলচ্চিত্ররই হিরো। এক সময়ে মেয়েটি তার প্রেমে পড়ে যায়। ঘটতে থাকে নানান ঘটনা। এভাবেই এগিয়ে যায় চলচ্চিত্রের কাহিনী। আপনার দ্বিতীয় চলচ্চিত্র হিসেবে অভিজ্ঞতার কথা বলুন। জলি: ‘অঙ্গার’ দিয়ে চলচ্চিত্রে আমার যাত্রা শুরু। এতে আমার অনেক ভুল হয়ত ছিল, ‘নিয়তি’ চলচ্চিত্রে চেষ্টা করেছি ভুলগুলো শুধরে নিতে। অনেক কিছু শিখতে পেরেছি এতে অভিনয়ের মাধ্যমে। ভুল তো থাকবে, দর্শক ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখলে আরও ভাল কিছু করতে পারব। আগামীতে ট্রাই করে যাব আরও ভাল কিছু করার। শুভর সঙ্গে প্রথম কাজ করার অভিজ্ঞতা কেমন? জলি: এত তাড়াতাড়ি এত ভাল একজন কো-আর্টিস্টের সঙ্গে কাজ করতে পারব ভাবিনি। অনেক ভয়ে ছিলাম। শুভ ভাই আমাকে অনেক সাপোর্ট করেছে। আমি ভাবতাম হয়ত বিরক্ত হচ্ছে কিন্তু সে রকম কখনও বাস্তবে হয়নি। আমি ভুলে গিয়েছিলাম যে আমি তার সঙ্গে এই নতুন কাজ করছি। ‘নিয়তি’ চলচ্চিত্র নিয়ে আপনি কেমন আশাবাদী? জলি: আমি তো অনেক আশাবাদী। কেননা এর আগে ভারতে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি। সেখানে দর্শকের মন জয় করেছে চলচ্চিত্রটি। আশা করছি আমাদের দেশের দর্শকের মনও জয় করবে। আর এটাকে আমার চলচ্চিত্র বলি না, এটা হচ্ছে আমার নিয়তি। আমরা যে সবাই নিয়তির ওপর নির্ভরশীল এটাই বোঝানো হয়েছে চলচ্চিত্রটিতে। কাজেই দর্শক এর মধ্যে ডিফারেন্ট কিছু পাবে। -গৌতম পাণ্ডে
×