ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

প্রকাশিত: ০৬:৩৫, ১১ আগস্ট ২০১৬

চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা সুপার কাপের শিরোপা জিতে নতুন মৌসুম শুরু করেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে মৌসুম শুরুর এই আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে রিয়াল অতিরিক্ত সময়ে ৩-২ গোলে পরাজিত করে সেভিয়াকে। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ২-২ গোলে অমীমাংসিত থাকে। আগের মৌসুমের চ্যাম্পিয়ন্স লীগ ও ইউরোপা লীগ বিজয়ীর মধ্যে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়ে থাকে। তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে ছিল সেভিয়া। ২০০৬ সালের পর দ্বিতীয়বারের মতো উয়েফা সুপার কাপ জয়ের উল্লাসে মেতে ওঠার সব আয়োজনই সম্পন্ন করে ফেলেছিলেন সেভিয়ার খেলোয়াড়-সমর্থকরা। কিন্তু ম্যাচের অতিরিক্ত সময়ে (৯৩ মিনিট) হেড করে রিয়ালের হয়ে সমতাসূচক গোল করেন রামোস। এরপর ম্যাচ গড়ায় বাড়তি ৩০ মিনিটে। সেখানে ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে রিয়ালের পক্ষে জয়সূচক গোল করেন দানিয়েল কারভাহাল। ফলে ৩-২ ব্যবধানের জয় দিয়ে মৌসুমের প্রথম শিরোপা শোকেসে ভরে গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লীগ জয়ী রিয়াল। মৌসুমের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচটিতে রিয়াল মাদ্রিদ মাঠে পায়নি গ্যারেথ বেল, ক্রিশ্চিয়ানা রোনাল্ডো, পেপের মতো তারকা ফুটবলারদের। এদের অনুপস্থিতিতে সংগ্রাম করেই ট্রফি জিততে হয়েছে জিনেদিন জিদানের দলকে। এজন্য ম্যাচসেরা অধিনায়ক রামোসের কৃতিত্বই বেশি।
×