ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আবারও ব্যাটসম্যান অশ্বিন

প্রকাশিত: ০৬:৩৫, ১১ আগস্ট ২০১৬

আবারও ব্যাটসম্যান অশ্বিন

স্পোর্টস রিপোর্টার ॥ এজবাস্টনে প্রথম টেস্টে প্রথম (একমাত্র) ইনিংসে সেঞ্চুরির (১১৩) পর অশ্বিনকে কেন অলরাউন্ডার বলা হবে না, ধারাভাষ্য কক্ষে বসে কৈফিয়ত চাইছিলেন সুনীল গাভাস্কার! স্বীকৃতিটা যে তার প্রাপ্য সেটি আরও একবার প্রমাণ করলেন তামিলনাড়ু তারকা। ম্যাচের ফল কি হবে, সময়েই তার উত্তর মিলবে। তবে সেন্ট লুসিয়ায় তৃতীয় টেস্টে ভারতকে বড় বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন ব্যাটসম্যান অশ্বিন। ২৬ ওভারের মধ্যে স্কোরবোর্ডে ৮৭ রান জমা হতে নেই ৪ উইকেট, তুখোর বিরাট কোহলির সঙ্গে সাজঘরে দুই ওপেনার লোকেশ রাহুল-শিখার ধাওয়ান আর ক্ল্যাসিক্যাল অজিঙ্কা রাহানে। উইন্ডিজের অভিষক্ত পেসার আলজারি জোসেফের তোপের মুখে থরহরিকম্প অবস্থা। তখনই ঋদ্ধিমান সাহাকে (৪৬*) নিয়ে দাঁড়িয়ে গেলেন অশ্বিন (৭৫*)। প্রথম দিন শেষে প্রথম ইনিংসে বড় লজ্জা থেকে বেঁচে যাওয়া ভারতের সংগ্রহ ২৩৪/৫। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এদিন টেস্ট অভিষেক হয় গত অনুর্ধ ১৯ বিশ্বকাপে ১৪০ কিমি. গতিতে বল করে নজর কাড়া জোসেফের। কোহলিকে ফিরিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর স্মৃতিটা নিশ্চয়ই অনেক দিন মনে থাকবে ১৯ বছর ২৬৪ দিন (বুধবার) বয়সী এই পেসারের। পরে পেয়েছেন রোহিত শর্মার উইকেটও। দিন শেষে তার বোলিং ফিগার ১৪-৩-৩৮-২। স্পিনার রোস্টন চেজ ২ ও অপর পেসার শ্যানন গ্যাব্রিয়েল নিয়েছেন ১টি করে উইকেট। দারুণ কিছুর ইঙ্গিত দিয়েও রাহুল তার ইনিংটা প্রত্যাশ্যা মতো বড় করতে পারেননি। মাত্র ৬৫ বলে আউট হয়েছেন ঠিক ৫০ রান করে। ক্যারিয়ারে পাওয়া তিন সেঞ্চুরিরর পর এই প্রথম হাফ সেঞ্চুরিকে সেঞ্চুরিতে রূপ দিতে ব্যর্থ হলেন প্রতিভাবান এই ওপেনার! দলীয় ১২৬ রানে শেষ স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে রাহানে (৩৫) যখন সাজঘরে ভারত তখন গভীর সঙ্কটে। তখনই বুক চিতিয়ে দাঁড়িয়ে গেলেন ব্যাটসম্যান অশ্বিন। ১৯০ বলে ৭৫ রান করে অপরাজিত বিশ্বসেরা অলরাউন্ডার। চার মেরেছেন ৪টি। ইনিংসটা যে খাঁটি ব্যাটসম্যানের প্রতিচিত্র এটি তারই প্রমাণ। ক্যারিয়ারের ৩৫তম টেস্টে অশ্বিনের এটি সপ্তম হাফসেঞ্চুরি, সেঞ্চুরি আছে ৩টি। উইকেট ১৮৯। গ্রেট গাভাস্কারের কৈফিয়ত চাওয়ার বিষয়টা তাই অনুমেয়। বিপদের মধ্যে ঋদ্ধিমানও ভাল সঙ্গ দিয়েছেন। দু-জনে মিলে ৪০.৩ ওভারে অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে যোগ করেছেন মহামূল্যবান ১০৮ রান। ১২২ বলে ৪৬ রান করে অপরাজিত ঋদ্ধিমান।
×