ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হসজুর ট্রেবল, হাতছানি লিডেকির

প্রকাশিত: ০৬:৩৫, ১১ আগস্ট ২০১৬

হসজুর ট্রেবল, হাতছানি লিডেকির

স্পোর্টস রিপোর্টার ॥ রীতিমতো রূপ কথার সাফল্য পাচ্ছেন কাতিঙ্কা হসজু। হাঙ্গেরির এই তারকা সাঁতারু ইতোমধ্যে রিও অলিম্পিকে বিরল ট্রেবল জয়ের কৃতিত্ব দেখিয়েছেন। আগের তিন অলিম্পিকে শূন্য হাতে ফেরা হসজু রিও অলিম্পিকে পেয়ে গেছেন তিন তিনটি স্বর্ণপদক। চতুর্থ দিনে হাঙ্গেরির ‘লৌহমানবী’ জিতেছেন প্রমীলাদের ২০০ মিটার ব্যক্তিগত মিডলের স্বর্ণপদক। হসজুর মতো ট্রেবল জয়ের অনন্য কীর্তিগাঁথা রচনা করার পথে কেটি লেডেকিও। যুক্তরাষ্ট্রের এই তারকা সাঁতারু চলমান অলিম্পিকে প্রমীলাদের ২০০ মিটার ফ্রিস্টাইলেও জিতে নিয়েছেন স্বর্ণপদক। এর আগে তিনি প্রথম স্বর্ণ জিতেছিলেন ৪০০ মিটার ফ্রিস্টাইলে। এর ফলে দুই স্বর্ণ জেতা যুক্তরাষ্ট্রের ১৯ বছর বছর বয়সী তরুণী অপেক্ষায় আছেন ৮০০ মিটারেও সেরা হয়ে ফ্রিস্টাইলে বিরল ট্রেবল জেতার। বাংলাদেশ সময় বুধবার সকালে দুই মিনিট ৬.৫৮ সময় নিয়ে অলিম্পিক রেকর্ড গড়ে ২০০ মিটার ব্যক্তিগত মিডলের স্বর্ণপদক জয় করেন ২৭ বছর বয়সী হসজু। এর আগে ৪০০ মিটার ব্যক্তিগত মিডলে ও ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জেতা এই সাঁতারু। ইংল্যান্ডের সিভন ম্যারি ওকনর (২ মিনিট ৬.৮৮ সেকেন্ড) রুপা ও যুক্তরাষ্ট্রের মায়া ডির‌্যাবো ব্রোঞ্জপদক জয় করেন। এই ইভেন্টের প্রস্তুতিতে কোন প্রতিবন্ধকতা না রাখতে ২০০ মিটার বাটারফ্লাই থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ২৭ বছর বয়সী হসজু। ব্যক্তিগত আরেকটি ইভেন্ট ২০০ মিটার ব্যাকস্ট্রোকে পুলে নামবেন হাঙ্গেরির এই সাঁতারু। এই ইভেন্টে স্বর্ণ জয় করতে পারলে তিনি স্পর্শ করবেন এক ইভেন্টে চার ব্যক্তিগত ইভেন্টে সোনাজয়ী একমাত্র নারী সাঁতারু ক্রিশ্চিন অটোকে। ১৯৮৮ সালে সিউল অলিম্পিকে এই কীর্তি গড়েছিলেন পূর্ব জার্মানির তারকা। গেমসের তৃতীয় দিনে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে স্বর্ণপদক জয় করেন হসজু। আর গেমসের প্রথম দিন ৪০০ মিটার ব্যক্তিগত মিডলের ফাইনালে বিশ্বরেকর্ড গড়েন বিশ্বচ্যাম্পিয়নশিপে ৫ শিরোপা জেতা এই সাঁতারু। মার্কিন সুন্দরী লিডেকি এবারের রিও অলিম্পিকের অন্যতম আবিষ্কার। ১৯ বছর বয়সী এই টগবগে তরুণী প্রথম স্বর্ণপদক জিতেছিলেন ৪০০ মিটার ফ্রিস্টাইলে। এবার ২০০ মিটারেও জিতেছেন তিনি। ৮০০ মিটারে জিততে পারলে গড়বেন ট্রেবল জয়ের অনন্য কীর্তি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সুইডেনের সারাহ সুস্ট্রোমকে পেছনে ফেলেন লিডেকি। অস্ট্রেলিয়ার এমা ম্যাকিওন পেয়েছেন ইভেন্টের ব্রোঞ্জপদক। লিডেকি গেমসের দ্বিতীয় দিনে মেয়েদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণপদক ও তার আগের দিন ৪ল্প১০০ মিটার ফ্রিস্টাইলে রৌপ্যপদক জয় করেন। ৮০০ মিটার ফ্রিস্টাইলে কোন অঘটন না ঘটলে লিডেকিরই স্বর্ণ জয়ের সম্ভাবনা বেশি। লন্ডনে গত আসরে এই ইভেন্টে স্বর্ণ জিতে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি। রিও অলিম্পিকের আগে এটাই তার পাওয়া একমাত্র পদক। এর আগে এক আসরে মেয়েদের ফ্রিস্টাইলের এই তিন ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন লিডেকিরই স্বদেশী ডেবি মায়ার। ১৯৬৮ সালে মেক্সিকো সিটি অলিম্পিকে।
×