ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুর্ঘটনার বিতর্কে অলিম্পিক!

প্রকাশিত: ০৬:৩৪, ১১ আগস্ট ২০১৬

দুর্ঘটনার বিতর্কে অলিম্পিক!

প্রথম সপ্তাহেই নানান দুর্ঘটনার বিতর্কে জড়িয়ে গেল রিও অলিম্পিকস। একের পর এক ঘটে যাওয়া মর্মান্তিক বিষয় কিছুটা হলেও আশঙ্কার ছায়া বিভিন্ন দেশের ক্রীড়াবিদদের মধ্যে। মঙ্গলবার ২৭৩.৫ কিলোমিটার সাইকেল রেসে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হন ইতালিয়ান সাইক্লিস্ট ভেনসেনজা নিবালি। কণ্ঠনালীতে আঘাত লাগে তার। ফলে রেসের রাস্তা থেকে তাকে যেতে হয়েছে হাপাতালের ধবধবে সাদা বিছানায়। তবে সফলভাতে অস্ত্রপচার হয়েছে তার। এই ঘটনার পর ব্রিটেনের সাইক্লিস্ট ক্রিস ফ্রম অভিযোগ করেন অলিম্পিকের ইতিহাসে এমন বাজে রুট কোনদিন দেখা যায়নি। এরপর আরও একটি মর্মান্তিক দুর্ঘটনা। সাইক্লিংয়ের সময় ব্যালেন্স হারিয়ে হাতের হাড় ভাঙ্গে ডেনমার্কের মহিলা রাইডার এ্যানমেক ভ্যানের। এরজন্যও নাকি দায়ী বাজে রুট। এখানেই শেষ নয়। ফরাসী জিমন্যাস্ট সামির এ্যাইট ভল্ট দেয়ার সময় পা ভাঙ্গেন ব্যালেন্স হারিয়ে। গলায় আঘাত পেয়েছেন ঘাড়ে প্রচ- আঘাত পেয়েছেন গ্রেট ব্রিটেনের জিমন্যাস্ট ইলি ডাউনি। তাকে নিয়ে দ্রুত দৌড়াতে হয়েছে হাসপাতালে। যদিও অলিম্পিক জুড়ে এমন ঘটনা নতুন নয়। ইতিহাসের পাতা ঘাঁটলে ভুরি ভুরি নজির রয়েছে মারাত্মক অনেক দুর্ঘটনার। পদক গলায় ঝুলানো দূরের কথা। প্রাণ হারানোর ঘটনাও রয়েছে অনেক ক্রীড়াবিদের। জঙ্গী হামলাও বাদ যায়নি। নিরাপত্তার গাফিলতির অভিযোগ উঠেছে অলিম্পিক কর্তৃপক্ষের বিপক্ষে।
×