ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তালিকাভুক্ত হলো সীমান্ত ব্যাংক

প্রকাশিত: ০৬:১৮, ১১ আগস্ট ২০১৬

তালিকাভুক্ত হলো সীমান্ত ব্যাংক

সেনাবাহিনীর ব্যবস্থাপনায় পরিচালিত ট্রাস্ট ব্যাংকের আদলে নতুন একটি বাণিজ্যিক ব্যাংক স্থাপন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাণিজ্যিক ব্যাংক হিসেবে গত ২১ জুলাই ব্যাংকটিকে তালিকাভুক্ত করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, বিষয়টি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় চলতি বছরের ১ আগস্ট প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ এ ৩৭(২)(এ) এ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ২১ জুলাই ২০১৬ বৃহস্পতিবার হতে সীমান্ত ব্যাংক লিমিটেডকে তফসিলী ব্যাংকের পে-তালিকাভুক্ত করা হলো। নতুন এই ব্যাংকটির অনুমোদিত মূলধন ধরা হয়েছে ৪০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন থাকবে ১০০ কোটি টাকা। জানা গেছে, ট্রাস্ট ব্যাংকের আদলে সীমান্ত ব্যাংক পরিচালিত হবে। -অর্থনৈতিক রিপোর্টার মঙ্গলবার ফিউচার এ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার ব্রিটিশ কাউন্সিলের আইইএলটিএস এ্যাসোসিয়েট ও ব্র্যাক ব্যাংক লিমিটেডের মধ্যে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এমওইউ (গঙট) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয় ফিউচার এ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টারের কর্পোরেট অফিসে
×