ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গুলশান ঘটনা গার্মেন্টস শিল্পে কোন প্রভাব ফেলবে না

প্রকাশিত: ০৬:১৮, ১১ আগস্ট ২০১৬

গুলশান ঘটনা গার্মেন্টস শিল্পে কোন প্রভাব ফেলবে না

অর্থনৈতিক রিপোর্টার ॥ গুলশানের নারকীয় ঘটনায় বাংলাদেশের গার্মেন্টস খাতে কোন প্রভাব পড়েনি এবং ভবিষ্যতেও পড়বে না বলে জানিয়েছেন ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি) সভাপতি আমিরুল হক আমিন। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। আমিরুল হক আমিন জানান, বাংলাদেশ থেকে কোন ব্র্যান্ড বা বায়ার তাদের ব্যবসা হ্রাস বা গুটিয়ে নেবে না। ২২০ ব্র্যান্ডের সংগঠন একর্ড এ বিষয়ে আশ্বস্ত করেছে। যেকোন ধরনের দুর্ঘটনাকে কেন্দ্র করে গার্মেন্টস মালিক ও বায়াররা সুবিধা নেয়ার চেষ্টা করে বলে জানান আমিরুল হক আমিন। এক্ষেত্রে মালিকরা শ্রমিকদের দেরিতে মজুরি প্রদান এবং নিয়মিত ও বোনাস মজুরি প্রদান কমিয়ে দিতে চায়। আর বায়াররা চায় পণ্যের দাম কমিয়ে দিতে। এদিকে সবাইকে নজর রাখতে হবে। সংবাদ সম্মেলনে মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আলেয়া আক্তার, গিয়াস উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। বেলআকারে পাট ক্রয়ে অপচয় রোধ হবে অর্থনৈতিক রিপোর্টার ॥ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম সরকারী পাটকলগুলোর প্রতি পাটের গুণগত মান বজায় রাখার স্বার্থে কাঁচাবেল আকারে পাট ক্রয়ের আহ্বান জানিয়েছেন যা পাট ব্যবসায়ীদের বহুদিনের প্রত্যাশা ছিল। এ প্রত্যাশা পূরণে শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের (এসসিবি) চেয়ারম্যান রেজাউল করিম প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান। এ সময় জনাব করিম উল্লেখ করেন, খোলা অবস্থায় পাট ক্রয়ে অনেক অপচয় হয় এবং গুণগতমান ও অনিয়মের সংশয় থাকে। প্রতিমন্ত্রীর সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে পাটের অপচয় রোধ হবে এবং গুণগতমান বজায় রাখা সম্ভব হবে বলে তিনি আশা করেন। পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও পাট পণ্যের চাহিদা বাড়বে। বিএসইসি ৮ বছর ধরে নিজস্ব আয় দিয়ে চলছে অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ৮ বছর বা ২০০৭-০৮ অর্থবছর থেকে নিজস্ব আয় দিয়ে চলছে। প্রতিষ্ঠানটি সরকারী অনুদান ছাড়াই নিজেদের সব ব্যয় পরিশোধ করছে তাদের আয় থেকে। বিএসইসির সর্বশেষ প্রকাশিত বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। বিএসইসি ২০১৪-১৫ অর্থবছরে ৩৩ কোটি ৬১ লাখ টাকা ব্যয় করেছে। রাজস্ব, মূলধনী, পূর্ত ইত্যাদি খাতে এই ব্যয় করা হয়েছে। তবে এই সময় প্রতিষ্ঠানটি জরিমানা, আইপিও, আরপিও, বিও এ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণ, ইত্যাদি থেকে ৪১ কোটি ৭৯ লাখ টাকা সংগ্রহ করেছে। উল্লেখ্য, বিএসইসি একটি সংবিধিবদ্ধ সংগঠন।
×