ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জিপিএইচ ইস্পাত কারখানা পরিদর্শন করলেন সুইডিশ রাষ্ট্রদূত

প্রকাশিত: ০৬:১৭, ১১ আগস্ট ২০১৬

জিপিএইচ ইস্পাত কারখানা পরিদর্শন করলেন সুইডিশ রাষ্ট্রদূত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের সীতাকু- কুমিরায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত জুহান ফ্রিসেল। তিনি মঙ্গলবার বিকেলে কারখানা পরিদর্শন করে মতবিনিময়কালে বলেন, সুইডেন-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত প্রশংসনীয়। উভয় দেশের রফতানিকারকদের সার্বিক সহযোগিতা প্রদানে তিনি আশ্বাস প্রদান করেন। জিপিএইচ ইস্পাত কারখানা এলাকা পরিদর্শনকালে সুইডেনের রাষ্ট্রদূত জুহান ফ্রিসেলের সঙ্গে ছিলেন দূতাবাসের বাণিজ্যিক বিভাগের প্রধান কাজসা আলডস্টডেট, কমার্শিয়াল অফিসার তাজনিন চৌধুরী, সুইডেনের স্টেনা মেটালের ফেরাস ডিপার্টমেন্ট প্রধান জেন্স বোর্কম্যান, জিপিএইচের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল। রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে জিপিএইচের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ইস্পাত খাত বিনির্মাণে সুইডেন সরকারের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, বাংলাদেশের হ্যাভি মেটাল স্ক্র্যাপের যথেষ্ট চাহিদা রয়েছে। বর্তমানে সুইডেনের স্টেনা মেটালের কাছ থেকে আমরা আমদানি করে থাকি। তিনি এই সংস্থার সরবরাহকৃত কাঁচামালের গুণগতমান, যথাসময়ে শিপমেন্ট ইত্যাদির প্রশংসা করেন। তথ্য প্রকাশ করে বলা হয়, এ বছরের শুরুর দিকে জিপিএইচ প্রাইমেটাল জিএমবিএইচ অস্ট্রিয়ার সাথে চুক্তিবদ্ধ হয়েছে এবং ধাপে ধাপে যাবতীয় সংশ্লিষ্ট প্রক্রিয়াসমূহ সম্পন্ন হয়েছে।
×