ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘আগ্নেয়াস্ত্র রাখার অধিকার নিয়ে ট্রাম্পের মন্তব্য বিপজ্জনক’

প্রকাশিত: ০৬:১৩, ১১ আগস্ট ২০১৬

‘আগ্নেয়াস্ত্র রাখার অধিকার নিয়ে ট্রাম্পের মন্তব্য বিপজ্জনক’

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আগ্নেয়াস্ত্র রাখার অধিকার নিয়ে মন্তব্য করে তীব্র ক্ষোভের মুখে পড়েছেন। তিনি বলেন, এই অধিকার কাজে লাগিয়ে তার সমর্থকেরা তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনকে ঠেকাতে পারেন। খবর এএফপির। ট্রাম্প বলেন, হিলারি আগামী নবেম্বর মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে তিনি সুপ্রীমকোর্টে উদার বিচারক মনোনয়ন দেবেন। আর এমন হলে আগ্নেয়াস্ত্র রাখার অধিকার হুমকির মুখে পড়বে। নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে মঙ্গলবার এক নির্বাচনী সমাবেশে আগ্নেয়াস্ত্র অধিকার সমর্থকদের প্রতি ইঙ্গিত করে ট্রাম্প বলেন, তারা হিলারির ক্ষমতায় আসা ঠেকাতে পারেন। ট্রাম্পের এই বক্তব্য ব্যাপক বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়েছে। অনেকে ট্রাম্পের বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেয়ার অভিযোগও এনেছেন। ট্রাম্প ওই সমাবেশে বলেন, হিলারি সংবিধানের দ্বিতীয় সংশোধনী বাতিল করতে চান। তিনি যদি তার পছন্দের বিচারককে নিয়োগের সুযোগ পান, তাহলে আপনারা কিছুই করতে পারবেন না। হয় তো সেখানে দ্বিতীয় সংশোধনীর পক্ষে লোকজন থাকতে পারেন। যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে নিজেদের রক্ষায় মার্কিনীদের অস্ত্র বহনের অধিকার দেয়া হয়েছে। ট্রাম্পের দাবি, হিলারি ক্ষমতায় গেলে মার্কিনীদের এ অধিকার কেড়ে নেয়া হবে। হিলারির নির্বাচনী প্রচার শিবির থেকে ট্রাম্পের এই মন্তব্যকে ‘বিপজ্জনক’ বলে অভিহিত করা হয়েছে। তারা বলেছে, যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট প্রার্থীর উচিত নয় কোনভাবেই সহিংসতার পরামর্শ দেয়া।
×