ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উইসকনসিন রিপাবলিকান প্রাইমারিতে সহজ জয় পল রায়ানের

প্রকাশিত: ০৬:১৩, ১১ আগস্ট ২০১৬

উইসকনসিন রিপাবলিকান প্রাইমারিতে সহজ জয় পল রায়ানের

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের ফার্স্ট কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে রিপাবলিকান প্রাইমারিতে মঙ্গলবার সহজেই জয় পেয়েছেন দলটির জনপ্রিয় নেতা ও মার্কিন প্রতিনিধি পরিষদের স্পীকার পল রায়ান। এই জয়ের পর আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার এই জনপ্রিয় প্রতিদ্বন্দ্বীর প্রশংসা করেছেন। খবর এএফপির। ৪৬ বছর বয়সী জনপ্রিয় এই স্পীকার এক বিবৃতিতে বলেন, উইসকনসিনের বাসিন্দারা আমাকে যে সমর্থন দিয়েছেন তাতে আমি সম্মানিত বোধ করছি। দক্ষিণ উইসকনসিনের বাসিন্দাদের সমর্থন ও ভালবাসা দেয়ায় আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমার জন্য তারা যে কঠোর প্ররিশ্রম করেছে সে জন্য আমরা আন্তরিকভাবেই তাদের ধন্যবাদ জানাচ্ছি। রায়ান এই ডিস্ট্রিক্টে নয় বার নির্বাচিত হয়েছেন। মঙ্গলবারের ভোটে রায়ান পেয়েছেন ৮৪ শতাংশ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী ব্যবসায় পল নেহলেন পেয়েছেন মাত্র ১৬ শতাংশ ভোট। রিপাবলিকান পার্টির চেয়ারম্যান রিন্স প্রিবাস তার এই বিজয়কে স্বাগত জানিয়ে রায়ানকে ‘বিশ্বস্ত’ হিসেবে অভিহিত করেছেন। প্রিবাস বলেছেন, উইসকনসিনের মানুষের একজন বিশ্বস্ত প্রতিনিধি ও রক্ষণশীলতা বজায় রাখার ক্ষেত্রে স্পীকার রায়ানের অবস্থানের কোন পরিবর্তন হয়নি। তিনি দীর্ঘদিন ধরে যে নিষ্ঠা, একাগ্রতা ও আদর্শের সঙ্গে জনসেবা করে গেছেন তাতে তাকে আমাদের দলের একজন বিশ্বস্ত নেতায় পরিণত করেছে।
×