ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রকে তুরস্ক

গুলেনের জন্য দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট করবেন না

প্রকাশিত: ০৬:১২, ১১ আগস্ট ২০১৬

গুলেনের জন্য দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট করবেন না

পেনসিলভানিয়াভিত্তিক তুর্কি বংশোদ্ভূত ধর্মীয় নেতা ফেতহুল্লা গুলেনের জন্য দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট না করতে যুক্তরাষ্ট্রকে মঙ্গলবার হুঁশিয়ার করে দিয়েছে তুরস্ক। গত মাসের ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার জন্য গুলেনকে দায়ী করেছে তুরস্ক এবং তাকে ফেরত চায় আঙ্কারা। খবর এএফপির। রাজধানী আঙ্কারায় টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে তুরস্কের বিচারমন্ত্রী বাকির বোজদাগ বলেছেন, যদি যুক্তরাষ্ট্র গুলেনকে ফেরত না দেয়, তাহলে তারা একজন ‘সন্ত্রাসীর’ জন্য তুরস্কের সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট করবে। ১৫ জুলাইয়ের সামরিক অভ্যুত্থান চেষ্টার দায়ে বিচারের সম্মুখীন করতে ৭৫ বছর বয়সী গুলেনকে ফেরত দিতে যুক্তরাষ্ট্রকে বার বার চাপ দিচ্ছে তুরস্ক। ওই অভ্যুত্থানের মাধ্যমে দেশটির সামরিক বাহিনীর একটি অংশ প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে উৎখাতের চেষ্টা করে। আঙ্কারার এই অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করে গুলেন এবং তার আইনজীবী শুক্রবার বলেছিলেন, তুরস্ক তার দাবির সমর্থনে কোন প্রমাণই উপস্থাপন করতে পারেনি। বোজদাগ প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্রে সহিংসতা চালানোর জন্য দায়ী কোন ব্যক্তিকে যদি তুরস্ক আশ্রয় দেয় তাহলে ওয়াশিংটন কি প্রতিক্রিয়া দেখাবে। তিনি আরও প্রশ্ন করেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, তার স্ত্রী ও সন্তানদের নিয়ে ছুটি কাটানোর সময় যদি আততায়ী হামলার চেষ্টা করে, যদি হোয়াইট হাউসে বোমা হামলা করা হয়, যদি ট্যাঙ্ক জনগণের ওপর চালিয়ে দেয়া হয়, যদি সৈন্যরা হেলিকপ্টার থেকে লোকজনের ওপর গুলি চালায় এবং এই সব কর্মকা-ের মূল হোতা যদি তুরস্কে থাকে তাহলে যুক্তরাষ্ট্র কি করবে। এরদোগান তার পরিবার নিয়ে যখন তুরস্কের দক্ষিণাঞ্চলে ছুটি কাটাতে গিয়েছিলেন তখন অভ্যুত্থানের চেষ্টা করা হয় এবং পার্লামেন্ট ও প্রেসিডেন্ট প্রাসাদের আশপাশের এলাকায় বিমান থেকে বোমা বর্ষণ করা হয়। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র এলিজাবেথ ট্রুডো বলেছেন, তুরস্কের বাগাড়ম্বরপূর্ণ উক্তি কোন কাজে আসবে না এবং ওয়াশিংটন আশা করছে তুর্কি কর্মকর্তারা তাদের বিবৃতির জন্য দায়ী থাকবেন। তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি তুরস্কের সঙ্গে আমাদের সম্পর্ক, অংশীদারিত্ব ও বন্ধুত্ব অত্যন্ত দৃঢ় এবং গুলেনের প্রত্যর্পণ ১৯৮১ সালে আমাদের দুই স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই হবে। মার্কিন সংস্থা উইলসন সেন্টার তুরস্কের অভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত থাকার তুর্কি সংবাদ মাধ্যমের দাবির নিন্দা জানিয়েছেন তিনি।
×