ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১৫, ১১ আগস্ট ২০১৬

টুকরো খবর

৩ ঘণ্টা পর ডাক্তার উদ্ধার নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১০ আগস্ট ॥ সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিক্যাল অফিসার দীপা রানী সাহাকে অপহরণের ৩ ঘণ্টা পর উদ্ধার করেছেন পুলিশ। থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টায় সুন্দরগঞ্জ পৌরসভার পূর্ব বাইপাস মোড় থেকে তাকে অপরহণ করে দুর্বৃত্তরা। সিরাজগঞ্জ নিজ বাড়ি থেকে দীপা যাত্রীবাহী বাসে মঙ্গলবার রাতে সুন্দরগঞ্জে আসেন। তিনি বাস থেকে নেমে অটোরিক্সায় চড়ে হাসপাতালে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। গাছ চাপা পড়ে কিশোরের মৃত্যু স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের ছড়াগাং রাবার বাগানে গাছ চাপা পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম শিবলু মিয়া (১৭)। মৃত কিশোর খাদিমপাড়া ইউনিয়নের উত্তর পিরেরচক গ্রামের আব্দুল জলিলের পুত্র। মাগুরা নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, বুধবার দুপুরে সদর উপজেলার বেড় আকসি গ্রামে মাথায় গাছের ডাল পড়ে মুরাদ হোসেন (৩০) নিহত হয়েছেন। তার বাবার নাম সামাদ মোল্লা। দলিল হস্তান্তর স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ শিরোনামে এক সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। গজারিয়া উপজেলা ভূমি অফিসের ওই সভায় চেঙ্গারচর, মিরপুর, প্রধানের চর ও চরকালিপুর আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী পরিবারের মধ্যে কবুলিয়াত দলিল হস্তান্তর করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল। ইউএনও মাহবুবা বিলকিসের সভাপতিত্বে আলোচনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল কবির প্রমুখ। শিশুকে ধর্ষণ চেষ্টা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়িতে প্রথম শ্রেণীতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ছাত্রীটি টঙ্গীবাড়ি উপজেলার বাঘিয়া গ্রামের হাজী আব্দুল খালেক প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। তার বয়স ৬ বছর। ধর্ষিতার মা বাদী হয়ে টঙ্গীবাড়ি থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করেছে। জানা যায়, মঙ্গলবার দুপুরে শিশুটিকে তার প্রতিবেশী চাচা খোরশেদ সেখ (৩০) নিজ ঘরে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ধর্ষিতার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। টেকনাফ পৌরসভার বাজেট ঘোষণা স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফ পৌরসভার ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে টেকনাফ পৌর ভবনে মেয়র মোহাম্মদ ইসলাম আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন। বৃক্ষমেলা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়া ফল ও বৃক্ষমেলা বুধবার শুরু হয়েছে। গজারিয়া উপজেলা মাঠে তিন দিনব্যাপী এ মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। উদ্বোধক ছিলেন জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল। বিশেষ অতিথির ভাষণ দেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম ও উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা। সভাপতিত্ব করেন ইউএনও মাহাবুবা বিলকিস। স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামে বিলুপ্ত ছিটমহলে স্বেচ্ছাশ্রমে নির্মিত হচ্ছে বাঁশের সাকো। স্থানীয় লোকজন বাড়ি বাড়ি বাঁশ সংগ্রহ করে নিজেরাই বাঁশের সাঁকো নির্মাণ করছে। নীল কোমল নদীর উপর ব্রিজ নির্মাণের দাবি দীর্ঘদিনের। কিন্তু বরাদ্দ না পাওয়ায় গ্রামের মানুষ নিজেরাই সাকো নির্মাণ করে। কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার মাঝ দিয়ে বয়ে চলেছে ভারত থেকে বয়ে আসা কৃশকায় নদী নীলকোমল। নীলকোমল নদী পেরিয়ে যেতে হয় উপজেলা শহর ফুলবাড়িতে। আমতলীতে ছিনতাই নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১০ আগস্ট ॥ বুধবার সকালে প্রকাশ্যে গাজীপুর বন্দরে চিকিৎসক হিমেল শীলকে পিটিয়ে তাঁর ওষুধের দোকান থেকে দু’লাখ টাকা সন্ত্রাসীরা ছিনিয়ে নিয়ে গেছে। জানা গেছে, আঠারোগাছিয়া ইউনিয়নের এক ইউপি সদস্য ৪/৫ সন্ত্রাসী হিমেল শীলের ওষুধের দোকানে গিয়ে চাঁদা দাবি করে। হিমেল চাঁদা দিতে অস্বীকার করে।
×