ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সীমান্তে বন্যহাতির তা-ব ॥ ২০ ঘর তছনছ

প্রকাশিত: ০৪:১৪, ১১ আগস্ট ২০১৬

সীমান্তে বন্যহাতির তা-ব ॥ ২০ ঘর তছনছ

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১০ আগস্ট ॥ বকশীগঞ্জের সীমান্ত এলাকায় তা-ব চালিয়ে প্রায় ২০ বসতঘর, আসবাবপত্র, গাছপালা তছনছ ও ফসলের ব্যাপক ক্ষতি করেছে ভারতীয় বুনোহাতির পাল। এ সময় হাতির আক্রমণে আহত হয়েছে ৪ জন। মঙ্গলবার মধ্যরাতে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের যদুরচর এলাকায় এ ঘটনা ঘটে। ফলে সীমান্তবর্তী ৫ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষের মধ্যে হাতি আতংক বিরাজ করছে। জানা গেছে, মঙ্গলবার রাতে ভারতীয় বুনোহাতির পাল সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের যদুরচর এলাকার লোকালয়ে নেমে আসে। এ সময় হাতির পাল বিভিন্ন বাড়িতে হামলা চালায়। রাতভর হামলা চালিয়ে যদুরচর গ্রামের শফিউল্লাহ, গোলাম মোস্তফা, দুলা মিয়া, নুর ইসলাম, আবদুল হামিদ, মনির হোসেন, আংগুরী বেগম, নুরুল ইসলাম, মোজাম্মেল হক ও রহিম মিয়ার ২০টি ঘর তছনছ, আসবাবপত্র, গাছপালা ভেঙ্গে বিনষ্ট এবং ফসলের ব্যাপক ক্ষতি করে। নবীনগরে ধর্ষণের অভিযোগে ডাক্তার গ্রেফতার সংবাদদাতা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, ১০ আগস্ট ॥ নবীনগর পৌর সদরে ‘মা’ হাসপাতালে ডাক্তার দীনেশ চন্দ্র দেবনাথকে ধর্ষণের অভিযোগে বুধবার পুলিশ গ্রেফতার করে। ঢাকার যাত্রাবাড়ী মেট্রোপলিটন থানার পুলিশ নবীনগর থানা পুলিশের সহায়তায় ধর্ষণের মামলায় অভিযুক্ত ওই ডাক্তারকে গ্রেফতার করে। জানা যায়, ঢাকার দনিয়া এলাকার মাতুয়াইল গ্রামের রোজিনা আক্তার পায়েলের (নার্স) সঙ্গে মেঘনা থানার মুক্তিনগর এলাকার একটি প্রাইভেট হাসপাতালে চাকরির সুবাদে পরিচয় হয়। গাজীপুরে চাঁদা না পেয়ে ডায়াগনস্টিক সেন্টারে হামলা, লুট স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। এ সময় তারা টাকা, ডিজিটাল এক্সরে, আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, এনালাইজার ও কম্পিউটারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে। শহরের শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশে সততা ডায়াগনস্টিক সেন্টারে বুধবার এ ঘটনা ঘটে। ডায়াগনস্টিক সেন্টারের মালিক মাহবুবুল আলম সরকার জানান, গত কিছুদিন ধরে তাঁর কাছে সন্ত্রাসীরা মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে রাজি না হওয়ায় তাকে ব্যবসা গুটিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেয় সন্ত্রাসীরা। বুধবার দুপুরে সন্ত্রাসীরা আবারো মোবাইল ফোনে হুমকি দেয়। হুমকি দেয়ার কিছুক্ষণ পরই নাহিদের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এ সময় তারা অস্ত্রের মুখে সেন্টারে কর্মরতদের জিম্মি করে সেখান থেকে ৬০ হাজার টাকা, ডিজিটাল এক্সরে, আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, এনালাইজার, কম্পিউটার ও বিভিন্ন মালামালসহ প্রায় ৪৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। অস্ত্রসহ যুবলীগ নেতা আটক সংবাদদাতা, লাকসাম, কুমিল্লা, ১০ আগস্ট ॥ লাকসামে র‌্যার-১১ সদস্যরা অভিযান চালিয়ে বেশ কয়েকটি দেশীয় অস্ত্রসহ দেলোয়ার হোসেন সবুজ নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে। সবুজ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি লাকসাম পৌর শহরের পশ্চিমগাঁও বাগিচাপাড়া এলাকার তোফায়েল আহমদের ছেলে। বুধবার তাকে বাড়ি থেকে আটকের পর থানায় হস্তান্তর করে র‌্যাব-১১।
×