ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে তিনজনের জরিমানা

প্রকাশিত: ০৪:১৩, ১১ আগস্ট ২০১৬

মুন্সীগঞ্জে তিনজনের জরিমানা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ শহর ও শহরতলীতে বিল দিতে বিলম্ব করার অপরাধে তিন ব্যক্তির ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে শহরের ইদ্রাকপুর, হাটলক্ষ্মীগঞ্জ এবং শহরতলীর চরকেওয়ার ইউনিয়নের টরকী গ্রামে অবৈধ বিদ্যুত সংযোগ ও বিল দিতে বিলম্বকারীদের জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। বেড়ায় স্পিডবোট ডুবে নিখোঁজ ৪ যাত্রীর সন্ধান মেলেনি সংবাদদাতা, বেড়া, পাবনা, ১০ আগস্ট ॥ বেড়া উপজেলার কাজীরহাট ঘাটের কাছে যমুনা নদীতে স্পিডবোট ডুবির ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও নিখোঁজ ৪ যাত্রীর খোঁজ মেলেনি। নিখোঁজ ২ জনের পরিচয় পাওয়া গেলেও বাকি ২ জনের নাম-পরিচয় জানা যায়নি। পরিচয় পাওয়া দু’জন হলো- সাঁথিয়ার গোটেংরা গ্রামের আজাদের শিশুকন্যা শ্রাবন্তী (৬) ও শিশুটির নানী রেজি খাতুন (৪০)। বিআইডব্লিউটিসি কাজীরহাট ঘাটের ইনচার্জ খালেদ মোশারফ জানান, মঙ্গলবার বিকেলে ১২ যাত্রী নিয়ে আরিচা থেকে ছেড়ে আসা একটি স্পিডবোট ঢালারচর এলাকায় এসে স্রোতে ডুবে যায়। সিরাজগঞ্জে ট্রাকচাপায় এএসআই নিহত স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলংগা থানার সাতটিকরি এলাকায় বুধবার সকালে ট্রাকের চাপায় নুরুল ইসলাম (৩০) নামে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। নিহত নুরুল ইসলামের বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায়। তিনি পাবনা জেলার ঈশ্বরদী থানায় কর্মরত ছিলেন। বগুড়ায় স্কুল শিক্ষক স্টাফ রিপোর্টার বগুড়া থেকে জানান, বুধবার সকালে শাজাহানপুর উপজেলার মাদলা চাঁচাইতারা এলাকায় ট্রাকের ধাক্কায় শহিদুল ইসলাম (৩৫) নামে স্কুল শিক্ষক নিহত হয়েছেন। মোটরসাইকেল নিয়ে স্কুলে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। প্রকাশিত খবরে বিসিআইসির ব্যাখ্যা গত ৯ আগস্ট দৈনিক জনকণ্ঠে ‘দাম কম হওয়ায় সার যাচ্ছে ভারতে’ শিরোনামে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছে বিসিআইসি। বিসিআইসির জনসংযোগ বিভাগের উপব্যবস্থাপক আখতারুজ্জামান স্বাক্ষরিত ব্যাখ্যায় বলা হয়, রাজশাহী বাফার ইনচার্জের মাধ্যমে ভারতে সারের মূল্য সম্পর্কিত বিষয়ে জানা যায় যে, বর্তমানে ভারতে প্রতি বস্তা ইউরিয়া সারের দাম ২৬৮ রুপী এবং প্রতি বস্তা এমওপি সারের মূল্য ৫৫০ রুপী। অন্যদিকে বাংলাদেশে প্রতি বস্তা ইউরিয়া সারের দাম ৭০০ টাকা এবং এমওপি প্রতি বস্তা ৬৫০ টাকা। বর্তমানে বাংলাদেশের ১০০ টাকায় ভারতের ৮২ রুপী। সেদিক থেকে বিবেচনা করলে দেখা যায়, তুলনামূলকভাবে বাংলাদেশে সারের দাম বেশি। সেক্ষেত্রে বাংলাদেশ থেকে ভারতে সার পাচারের কোন যৌক্তিকতাই নেই। রাজশাহী বাফার ইনচার্জ জনকণ্ঠে সংবাদটি প্রকাশিত হলে সংশ্লিষ্ট স্টাফ রিপোর্টার ও অন্যান্য স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপ করে জানতে পারেন যে, গত ১০-১২ দিন পূর্বে শিয়ালমারী সীমান্তের ১৮৭নং পিলারের কাছাকাছি জমি হওয়ায় কৃষকরা সাইকেল বা এ জাতীয় বাহনে সার নিয়ে জমিতে দেয়ার জন্য নিয়ে যাওয়ার সময় বিজিবি ধাওয়া করায় সার ফেলে ভয়ে তারা পালিয়ে যায়। বিজিবি পরে ওই সার সংগ্রহ করে নিয়ে যায়।
×