ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তিন লাশ উদ্ধার

প্রধান শিক্ষকসহ দুই খুন

প্রকাশিত: ০৪:১২, ১১ আগস্ট ২০১৬

প্রধান শিক্ষকসহ দুই খুন

জনকণ্ঠ ডেস্ক ॥ মাগুরায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নীলফামারীর ডিমলায় যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া শিশুসহ তিন লাশ উদ্ধার হয়েছে বিভিন্ন স্থান থেকে। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : মাগুরা ॥ বুধবার সকালে সাজিয়াড়া হর্টিকালচার সেন্টারের সামনে মাথার পেছনে ধারালো অস্ত্রের কোপ দিয়ে প্রধান শিক্ষককে হত্যা করা হয়েছে। তার নাম রুহুল আমিন (৬০)। তিনি মাগুরার সাজিয়াড়া পুলিশ লাইন পশ্চিমপাড়ার বাসিন্দা এবং গৌরীচরণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। নামাজ পড়ে সাজিয়াড়া হর্টিকালচার সেন্টারের সামনে দিয়ে বাড়িতে হেঁটে ফেরার পথে কে বা কারা পেছন থেকে মাথায় কোপ দিয়ে হত্যা করে তার লাশ ফেলে রেখে যায়। নীলফামারী ॥ ডিমলা উপজেলায় মঙ্গলবার সন্ধ্যায় মুক্তি পারভীন (২৮) নামের গৃহবধূকে হত্যার পর লাশ রাস্তায় ফেলে পালিয়েছে স্বামী রফিকুল ইসলাম। পুলিশ লাশ উদ্ধার করে বুধবার দুপুরে মর্গে পাঠিয়েছে। জানা যায়, উপজেলার খালিশা চাপানির মৃত আব্দুল লতিফের মেয়ে মুক্তি পারভিন। ২০০৬ সালে একই উপজেলার ঝুনাগাছ চাপানী গ্রামের মৃত সহিদার রহমান ছেলে রফিকুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। এই দম্পতির আবু সায়েম নামে ৬ বছর বয়সের একটি ছেলে সন্তান রয়েছে। গাইবান্ধা ॥ সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর তরফপাহাড়ী গ্রাম থেকে বুধবার দুপুরে জোবায়ের মিয়া (৬) নামে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে। এলাকাবাসী জানান, গত ৭ আগস্ট দুপুরে নিখোঁজ হয় জোবায়ের। এ ব্যাপারে শিশুর বাবা আনোয়ারুল ইসলাম সাদুল্যাপুর থানায় জিডি করেন। বুধবার দুপুরে বাড়ির পাশে পুকুরপাড়ে গর্তের মধ্যে জোবায়েরের লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। কক্সবাজার ॥ শহরের হোটেল-মোটেল জোন কলাতলীর পৌরসভার নালা থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে এ লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে মৃতদেহটি ২-৩ দিন পূর্বের। কলাপাড়া ॥ চার দিনের ব্যবধানে ফের কুয়াকাটায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ পাওয়া গেছে। সৈকতের মিরাবাড়ি স্পটে লাশটি বুধবার দুপুরে কিনারে ভেসে আসে। স্থানীয়রা খবর দিলে মহিপুর থানা পুলিশ লাশটি উদ্ধারের উদ্যোগ নেয়। লাশটি অর্ধগলিত, বিকৃত থাকায় শণাক্তের উপায় নেই। নেই কোন কাপড়-চোপড়। বয়স আনুমানিক ৩৫-৪০ বছর বলে ধারণা করা হচ্ছে। পুলিশের ধারণা সাগরে ট্রলারডুবিতে নিহত কোন জেলের লাশ।
×