ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১২, ১১ আগস্ট ২০১৬

টুকরো খবর

ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ফুলবাড়ী উপজেলায় ট্রেনে কাটা পড়ে মা সরস্বতী রানী (৪৫) ও মেয়ে ফাল্গুনী রানী (১৫) নিহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টায় বড় পুকুরিয়া তাপ বিদ্যুত কেন্দ্র সংলগ্ন রেলগেটের ৩৬৪/২ পিলার হতে তাদের লাশ উদ্ধার করে পার্বতীপুর রেলওয়ে পুলিশ। পুলিশ বলছে পারিবারিক কলহের কারণে এরা দুজনেই ট্রেনে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে। সরস্বতী রাণী ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর মাছুয়াপাড়া গ্রামের নিবাস চন্দ্রের স্ত্রী ও তার মেয়ে ফাল্গুনী রানী আদর্শ কলেজপাড়া কলোজিয়েট স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সমন নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১০ আগস্ট ॥ মুক্তিযোদ্ধাদের কটূক্তি করায় জাহাঙ্গীর আলম মৃধা নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। বাউফলের নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ মুন্সির ছেলে অলিউল্লাহ বুধবার পটুয়াখালীর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মমিলাটি দায়ের করেন। ওই আদালতের বিচারক আশ্রাব আলী অভিযুক্ত আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সমন জারি করেছেন। তাকে আগামী ৬ সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। মামলার বিবাদী জাহাঙ্গীর আলম নাজিরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই নাজিরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জঙ্গীবিরোধী কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত এক সভায় ওই আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধাদের সমাজের কীট আখ্যা দিয়ে কটূক্তি করেন। পুকুরে ডুবে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সৈয়দপুরের চৌমুহনী এলাকায় পুকুরে ডুবে আতিক হাসান মুরাদ (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু মুরাদ লক্ষণপুর বাড়াইশালপাড়ার লোকমান হোসেনের পুত্র। তার বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গেলে বুধবার দুপুর ১২টায় ডুবে যায়। পরে তার বন্ধু মোকছেদ ও শাওন বাড়িতে খবর দিলে এলাকাবাসী শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শিশু মুরাদ মারা যায়। বস্তায় চাপা পড়ে শ্রমিকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ১০ আগস্ট ॥ মোহনগঞ্জ উপজেলা খাদ্যগুদামে চালের বস্তার নিচে চাপা পড়ে বুধবার সকালে হেলাল মিয়া (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের জৈনপুর গ্রামের মিরাজ মিয়ার ছেলে। উপজেলা খাদ্যগুদাম উপ-পরিদর্শক জুনায়েদ রুবেল জানান, বুধবার সকাল ১০টার দিকে হেলাল মিয়া প্রতিদিনের ন্যায় অন্য শ্রমিকদের সঙ্গে গুদামে কাজ করতে যান। এ সময় গুদামে রক্ষিত চালের বস্তা আকস্মিকভাবে হেলাল মিয়ার উপর পড়লে তিনি আহত হন। পরে হেলালকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সার উত্তোলন বন্ধ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ পার্বতীপুর বাফার গুদাম হতে নীলফামারীর ৭৪ ডিলার ইউরিয়া সার উত্তোলন বন্ধ করে দিয়েছে বুধবার দুপুর থেকে। ডিলারদের অভিযোগ ছেটড়া, ফাটা বস্তা এবং জমাটবাঁধা নি¤œমানের ইউরিয়া সার ডিলারদের কাছে সরবরাহ করার চেষ্টা করায় তারা বাধ্য হয়ে সার উত্তোলন বন্ধ করেন। সমস্যার সমাধান না হলে অনির্দিষ্ট কালের জন্য সার উত্তোলন বন্ধ রাখার ঘোষণা দেন ডিলাররা। এ ব্যাপারে সার ডিলারদের সংগঠন জেলা ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার বলেন, ‘দিনাজপুর জেলার পার্বতীপুর বাফার গুদামে চীন থেকে আমদানি করা ইউরিয়া সার ছেঁড়া, ফাটা বস্তায় সরবরাহ করা হচ্ছে। অনেক সারের বস্তা জমাবেঁধেছে। নি¤œমানের ওই জমাটবাঁধা এবং ছেঁড়া, ফাটা বস্তার সার কৃষকরা কিনতে অনীহা প্রকাশ করছে। ফলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সার উত্তোলন বন্ধ করা হয়েছে। শ্মশান ব্যবহারে বাধা নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ১০ আগস্ট ॥ পার্বতীপুর শহর থেকে ২৫ কিলোমিটার দূরে মধ্যপাড়ার দক্ষিণ হিন্দুপাড়ায় সংখ্যালঘুদের কালীমন্দির ও শ্মশানঘাট ব্যবহারে বাধা ও প্রাণনাশের হুমকি দিয়েছে এলাকার ভূমিদস্যু সন্ত্রাসীরা । এ ব্যাপারে হিন্দু কালীমন্দির, শ্মশানঘাট ও কবরস্থান রক্ষা কমিটির সভাপতি তরণীকান্ত রায় নিরাপত্তাসহ আইনগত সহায়তা চেয়ে পার্বতীপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। পার্বতীপুরের ইউএনও তরফদার মাহমুদুর রহমান মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এলাকায় অবস্থান করে অভিযোগ তদন্ত করেন। ইউএনও তরফদার মাহমুদুর রহমান জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বান্দরবানে হরতাল পালন নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ১০ আগস্ট ॥ ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (ভূমি কমিশন) আইন বাতিলের দাবিতে বান্দরবান পার্বত্য জেলায় হরতাল পালন করেছে বাঙালীদের চারটি সংগঠন। পার্বত্য নাগরিক পরিষদ, বাঙালী ছাত্র পরিষদ, সমঅধিকার আন্দোলনসহ চারটি সংগঠন সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। হরতালের কারণে বুধবার সকাল থেকে বান্দরবান জেলা শহর থেকে দূরপাল্লার বাস চলাচল না করায় চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ জনগণকে। হরতালে সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও স্কুল-কলেজ খোলা ছিল। সকাল থেকে ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বেলা বাড়তে বাড়তে তা খোলা শুরু করে ব্যবসায়ীরা। কারখানা শ্রমিকের মৃত্যু স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীতে কারখানায় কাজ করার সময় দুর্ঘটনায় আল আমিন (২৮) নামে শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে বায়েজিদ থানাধীন সালেহ স্টীল মিলে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে কাজ করার সময় মিলের রোলিং মেশিনে তার হাত ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আমিন চাঁদপুরের মতলব থানার মোদাফর গ্রামের আমির হোসেনের ছেলে। সে রুবিগেট এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকত। রাজশাহীতে গ্রেফতার ৪৮ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীতে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৪৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। অভিযানে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, বোয়ালিয়া মডেল থানা পুলিশ ১৭ জন, রাজপাড়া থানা পুলিশ ২০ জন, মতিহার থানায় সাতজন, শাহ মখদুম থানা তিনজন এবং ডিবি পুলিশ একজনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ২০ জন ওয়ারেন্টভুক্ত, সাতজন মাদক ব্যবসায়ী এবং ২১ জন মাদকসেবী ও অন্যান্য মামলার আসামি। ইয়াবাসহ গ্রেফতার ১ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পিকআপ ভ্যানে তল্লাশি করে সাড়ে পাঁচ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে নগরীর চান্দগাঁও থানাধীন এককিলোমিটার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার যুবকের নাম খায়ের মিয়া। তার গ্রামের বাড়ি কোতোয়ালি থানার দক্ষিণ আনন্দপুর গ্রামে। পাহাড় ধসে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মহেশখালীর কালারমারছড়ায় পাহাড় ধসে মোহাম্মদ কাউসার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে মাইজপাড়া এলাকায় এ পাহাড় ধসের ঘটনা ঘটে। নিহত কাউসার (১৩) ওই এলাকার আবু সিদ্দিকের পুত্র। জানা গেছে, বুধবার সকালে পাহাড়ে ঘাস কাটতে গিয়েছিল এ শিশু। ওসময় প্রবল বৃষ্টির কারণে পাহাড় ধসের ঘটনায় তার মৃত্যু হয়। অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ বুধবার শেষ রাতে পৃথক অভিযানে পুলিশ দু’টি অস্ত্র ও দু’রাউন্ড গুলিসহ কুখ্যাত দু’সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। এরা হলো অরনখোলার আফাজ উদ্দিন জোয়ার্দারের ছেলে আবুল কালাম কালু ও বিলকেদার গ্রামের ইসমাইল মল্লিকের ছেলে শামসুদ্দিন মল্লিক। কালুকে তার বাড়ি থেকে একটি বিদেশী রিভলবার ও দু’রাউন্ড গুলি এবং শামসুদ্দিনকে একটি পাইপগানসহ তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের বাড়িতে ডাকাতি স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মহানগরীর বুধপাড়া এলাকায় পুলিশ সদস্যের বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকত বাড়ি থেকে ল্যাপটপ, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। মঙ্গলবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানান, ঘটনার সময় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডিউটিতে ছিলেন। বাড়ির প্রধান গেটের গ্রিল কেটে ডাকাতদল বাড়িতে ঢুকে প্রথমে পরিবারের সবাইকে পিস্তল ও দেশী অস্ত্র ঠেকিয়ে হাত-পা বেঁধে ফেলে। সাপের ছোবলে স্কুলছাত্রের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১০ আগস্ট ॥ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাঙ্গালীপাড়া গ্রামে মঙ্গলবার গভীর রাতে মোন্তাজুল নেহান (১০) নামে ৪র্থ শ্রেণীর এক ছাত্র বিষধর সাপের ছোবলে মারা গেছে। জানা যায়, বর্ডার গার্ড প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর মেধাবী ছাত্র মোন্তাজুল নেহান রাতের খাবার খেয়ে বাবা রুহুল আমিন ও মা শাহনাজের সঙ্গে ঘুমিয়ে পড়ে। রাত দেড়টার দিকে ঘুমন্ত অবস্থায় মোন্তাজুল নেহানের ডান কানের নিচে সাপ ছোবল দিলে সে চিৎকার দিয়ে ওঠে। তার চিৎকারে মা-বাবা ও পরিবারের লোকজনের ঘুম ভেঙ্গে গেলে তারা বিষধর সাপকে পালিয়ে যেতে দেখে। তাৎক্ষণিক শিশুটিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।
×