ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাহ আমানত বিমানবন্দরে অবৈধ বদলির তদন্ত ॥ ফের অনিয়ম

প্রকাশিত: ০৪:০৯, ১১ আগস্ট ২০১৬

শাহ আমানত বিমানবন্দরে অবৈধ বদলির তদন্ত ॥ ফের অনিয়ম

মাকসুদ আহমদ, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের ইমিগ্রেশনে চরম অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কলঙ্কিত বদলির তদন্ত হচ্ছে নগর বিশেষ শাখায় (সিটি এসবি)। ‘যেই দফতরের অপরাধ সেই দফতরেই তদন্ত’ কতটা স্বচ্ছতার প্রমাণ দিবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ উঠেছে, ইমিগ্রেশনে বদলিতে অর্থ বাণিজ্যের ঘটনা ঘটলেও তা ঘটেছে সিটিএসবিতেই। কোন অশুভ শক্তির প্রভাবে চাঞ্চল্যকর এমন অনিয়মের তদন্ত সদর দফতর থেকে হচ্ছে না তা নিয়ে প্রশ্ন রয়েছে। আবার সিটি এসবি’র নিয়মাবলীকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ডিবি, থানা ও সিএমপি’র সদর দফতর থেকে বদলি হওয়ার ঘটনাও আকস্মিক এবং প্রশ্নবিদ্ধ। অথচ সিটি এসবি স্কুলে প্রশিক্ষণ না নিয়ে কিভাবে বদলি কার্যকর হলো তা খতিয়ে দেখছে না কেউ। উল্লেখ্য, এ বিষয়ে গত ১ মে দৈনিক জনকণ্ঠে সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠিত হয়েছে। এদিকে, অতিরিক্ত উপ-কমিশনার, সহকারী কমিশনার থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত অনেকেই চরম অনিয়ম ও মোটা অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে এ ধরনের বদলি কার্যকর করে ইমিগ্রেশনে স্থলাভিষিক্ত হয়েছিলেন চলতি বছরের শুরুতেই। তবে তদন্ত হচ্ছে অর্থ লেনদেনে বদলি কার্যকর হওয়ার বিষয়টি সঠিক কিনা বা মিডিয়ার কাছে এমন কোন প্রমাণ রয়েছে কিনা। কিন্তু তদন্ত কর্মকর্তা তথা সিটিএসবি’র এডিসি মীর্জা সায়েমের এক নোটিসের প্রেক্ষিতে অর্থ লেনদেন চাক্ষুস ঘটনা কিনা প্রতিবেদককে এমন প্রশ্ন ছুড়ে দেয়ায় হাস্যরসের সৃষ্টি হয়েছে। এ বদলি আদেশের তথ্য অনুযায়ী, প্রশিক্ষণ ছাড়াই সহকারী কমিশনার পলাশ কান্তি নাথ প্রথমবার, এসআই কবির হোসেন পুনরায় বদলি, কর্ণফুলী থানার শাহাদাত হোসেন দ্বিতীয় দফায় কর্মরত, দ্বিতীয় দফায় জিয়াউল হক নামের জেলা পুলিশের এসআই ইমদাদুল হক ডিবি থেকে দ্বিতীয় দফায়, সদরঘাট থানার এস আই আবুল কালাম আজাদ একাধিকবার, কর্ণফুলী থানার মিজানুর রহমান, কোন ধরনের ট্রেনিং ছাড়া এসআই আলাউদ্দিন ও এসআই রাশেদুল হক, প্রশিক্ষণ পরীক্ষায় অকৃতকার্য হয়ে এসআই কামরুজ্জামান খান ও এসআই শওকত আলী চট্টগ্রাম বিমানবন্দরের ইমিগ্রেশনে বদলি কার্যকর করেছেন।
×