ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাহিদুল ইসলাম

গণমাধ্যমে বাউল

প্রকাশিত: ০৩:৩৭, ১১ আগস্ট ২০১৬

গণমাধ্যমে বাউল

বাংলার বাউল শব্দটি শুনলে হারানো দিনের স্মৃতি মনে পড়ে। যে স্মৃতিতে মিশে আছে আমাদের শৈশবকাল। যে স্মৃতিতে মিশে আছে গ্রাম-বাংলার মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনা, আশা-ভালবাসা। আবহমানকাল থেকে বাংলার বুকে বাউলের গান মানুষের হৃদয়ের আঙিনায় প্রাণের দোলা দেয়। বাংলার মানুষের অন্তরে বাউল শিল্পীর গান যেন গ্রাম-বাংলার প্রতিচ্ছবি তুলে ধরে স্মৃতিতে জাগায়, আনন্দের ধারা বইয়ে দেয় নদীর ঢেউয়ের মতো। তাঁরা সমাজে বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষের হৃদয়ে মিশে আছে একাত্মা হয়ে। বাউল শিল্পীরা গান গায় অন্তর দিয়ে আপন মনে। তাদের নিষ্পাপ মনের গান মানুষের মনকে নাড়া দেয়, দেয় আনন্দ, ছড়িয়ে দেয় ভালবাসার বন্ধন। বাংলার গায়েনদের নাম বলতে গেলে সবার আগে ওঠে আসে বাংলার বাউল। বাংলার বাউল শুধু আমাদের দেশের খ্যাতি নয়, সারা বিশ্বে ছড়িয়ে আছে তাঁদের নাম। একসময় বিশ্বখ্যাত বাউল লালন ফকিরের গান কে না শুনেছে। তাঁর গান পৃথিবীর বুকে ছড়িয়ে থাকা বাংলাভাষী মানুষ মনোমুগ্ধভাবে শুনেছেন। তেমনি হাছন রাজার গানও এ দেশের মানুষ মন প্রাণ জুড়িয়ে শুনতেন। আমাদের শুধু বিদেশী গান শুনলে চলবে না, শুনতে হবে দেশের গান। দেশের গানের মর্মার্থ বুঝতে হবে। দেশের বাউল ও এদের গান সংরক্ষণে সরকার ও বিভিন্ন গণমাধ্যম মিডিয়াকে এগিয়ে আসতে হবে। বাউলদের যথাযথ সম্মানসহ দিতে হবে জাতীয় পুরস্কার। গণমাধ্যম দিতে পারে- দেশের মানুষকে বাংলার বাউল সম্পর্কে সঠিক দিক নির্দেশনা। গণমাধ্যম পারে- একটি জাতিকে তাঁদের অন্তরে বাংলার বাউল বিষয়ে গণজাগরণ করে তুলতে। গণমাধ্যম পারে- বাংলার বাউল গান প্রচারের সুযোগ। গণমাধ্যম আরও দিতে পারে- বাউল গায়কদের স্বপ্ন বাঁচিয়ে রাখার প্রেরণা এবং বাউলদের দিতে পারে আগামী দিনের সামনে চলার সঠিক পথ। কেন আজ বাউলের গানের প্রতি আমাদের এই অবহেলা? বাউল শিল্পীরা কি একসময় বাউল গান গেয়ে দেশের মানুষের মন আকৃষ্ট করেনি? জানা-অজানা এখনও অনেক বাউল শিল্পী আছে যাঁদেরকে সম্মান দিয়ে যদি লালন করা হয় তবে নিঃসন্দেহে বাংলার বাউলের নাম আবারও বিশ্বের বুকে ছড়িয়ে যাবে। দেশের একপ্রান্ত থেকে আরেকপ্রান্তে অনাদরে পড়ে থাকা বাউল শিল্পীদের খুঁজে বের করতে হবে এবং বাউল শিল্পীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে হবে। প্রত্যেকটি দেশ তাদের পুরনো ঐতিহ্যকে আঁকড়ে ধরে সামনে এগিয়ে যেতে চায়, তবে আমাদের দেশ কেন পিছিয়ে থাকবে? আসুন আমরা সকলেই পুরনো ঐতিহ্য বাংলার বাউলের গান হৃদয়ে সংরক্ষণ করি, তাঁদেরকে দিই সামাজিক সম্মান। বাংলাদেশ টেলিভিশন রামপুরা, ঢাকা থেকে
×