ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আইএসের কাছে অস্ত্র বিক্রির নির্দেশ দেন হিলারি ॥ উইকিলিকস

প্রকাশিত: ০৯:১২, ১০ আগস্ট ২০১৬

আইএসের কাছে অস্ত্র বিক্রির নির্দেশ দেন হিলারি ॥ উইকিলিকস

জনকণ্ঠ ডেস্ক ॥ ইসলামিক স্টেট (আইএস) জঙ্গীদের কাছে যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি করেছে বলে দাবি করেছে উইকিলিকস। উইকিলিকসের দাবি, তাদের কাছে এমন কিছু নতুন দলিল-প্রমাণ এসেছে, যা থেকে বোঝা যায় সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন নিজেই আইএস ও আলকায়েদার কাছে অস্ত্র বিক্রির নির্দেশ দিয়েছেন। জুলিয়ান এ্যাসাঞ্জ এই দাবি করেন বলে জানায় সান। খবর ওয়েবসাইটের। উইকিলিকস জানায়, তাদের হাতে প্রমাণ রয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারির নির্দেশেই আইএস-আলকায়দাসহ ইসলামী জঙ্গীগোষ্ঠীর কাছে অস্ত্র বিক্রি করেছে যুক্তরাষ্ট্র। সানের ওই প্রতিবেদনে হিলারির কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে এর আগে নানা সময় জঙ্গীদের সহযোগিতার অভিযোগ ওঠার পর দায় অস্বীকার করেছেন তিনি। কেবল হিলারি নয়, এর আগেও ইসলামী জঙ্গীদের অস্ত্র ও অর্থ সহায়তা দেয়ার বিষয়ে অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে।
×