ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব গণবিরোধী ॥ বিএনপি

প্রকাশিত: ০৯:০৪, ১০ আগস্ট ২০১৬

গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব গণবিরোধী ॥ বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব গণবিরোধী অভিযোগ করে অবিলম্বে এ প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল সরকারের কাছে এ দাবি জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধির মতো গণবিরোধী উদ্যোগই প্রমাণ করে এ সরকার জনবিচ্ছিন্ন, জনগণের প্রতি এ সরকারের কোন দায়বদ্ধতা নেই। মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, এর আগে গত বছর ২৭ আগস্ট গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ায় এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সে সময় এক চুলা ব্যবহারকারীদের খরচ মাসে ৪০০ টাকা থেকে ৬০০ টাকা এবং দুই চুলা ব্যবহারকারীদের ৪৫০ টাকা থেকে বেড়ে ৬৫০ টাকা হয়। এখন আবার গ্যাসের দাম বাড়ানো হলে তা হবে জনগণের জীবনযাত্রায় ‘মড়ার উপর খাঁড়ার ঘা’। তাই আমরা অবিলম্বে গ্যাসের মূল্য বৃদ্ধির এই গণবিরোধী প্রস্তাব প্রত্যাহার করে নেয়ার জোর দাবি জানাচ্ছি। কোন মহলের সুবিধার জন্য গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে কি না এমন প্রশ্ন রেখে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, এখন সরকার যদি ন্যূনতম জীবন ধারণের বেলাতেও জনগণকে দুর্দশায় ফেলে মুনাফাখোর হয়, তাহলে সাধারণ মানুষ বাধ্য হয়ে একদিন রাস্তায় নেমে আসবে। তিনি বলেন, আবারও গ্যাসের দাম বাড়ানো হলে দেশের সামগ্রিক অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়বে। আলাল বলেন, সম্প্রতি আবাসিক ব্যবহারকারীদের গ্যাসের দাম দ্বিগুণ বৃদ্ধির প্রস্তাব করা হয়। এতে এক চুলার মাসিক বিল ৬০০ টাকা থেকে বাড়িয়ে ১১০০ টাকা এবং দুই চুলার মাসিক বিল ৬৫০ থেকে বাড়িয়ে ১২০০ টাকা করার কথা বলা হয়। সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অনুপস্থিতি প্রসঙ্গে আলাল বলেন, সব সময় রিজভী আহমেদ ব্রিফ করে থাকলেও সরকারের রোষানলে পড়ে তিনি এ কাজ হতে বিরত রয়েছেন। তার নামে গ্রেফতারি পরোয়ানা থাকলেও তিনি আদালতের দ্বারস্থ হওয়ার অপেক্ষায় আছেন। তার অনুপস্থিতিতে আমি বিএনপির পক্ষে ব্রিফ করলাম।
×