ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নকল লুব্রিক্যান্ট অয়েল তৈরি

গেন্ডারিয়ায় দু’জনের কারাদ-, ছয়জনকে জরিমানা

প্রকাশিত: ০৯:০২, ১০ আগস্ট ২০১৬

গেন্ডারিয়ায় দু’জনের  কারাদ-, ছয়জনকে  জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ নকল লুব্রিক্যান্ট অয়েল তৈরি ও বাজারজাতকরণের দায়ে রাজধানীর গেন্ডারিয়ার দুই ব্যক্তিকে এক বছর করে কারাদণ্ড ও ছয়জনকে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার র‌্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সারওয়ার আলম এ আদেশ প্রদান করেন। গেন্ডারিয়া থানাধীন সিটি কর্পোরেশন সুপার মার্কেটে অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখতে পান, ডিজেল ও খোলা ড্রামের রিসাইকেলকৃত মবিল মিশ্রিত করে বিশ্বখ্যাত ভিসকো, হোন্ডা, সুপার-ভি, ফ্উিস, সিনু, এইডি-৫০ ক্য্সাট্রল মবিল ব্র্যান্ডের লুিব্রক্যান্ট তৈরির পর তাতে লেবেল লাগানো হচ্ছে। এ অপরাধে জড়িত থাকার দায়ে মেসার্স ছারছিনা আটো মোবাইলসের মালিক মোঃ মহসিনকে (২৮) এক বছরের বিনাশ্রম কারাদ-, দুই লাখ টাকা জরিমানা এবং মেসার্স জনতা অটো মোবাইলের মালিক মোঃ সাকির হোসেনকে (৩৫) এক বছরের বিনাশ্রম কারাদ- ও দুই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স বি এস কর্পোরেশনের মালিক মোঃ হেলালকে (৩২) পঞ্চাশ হাজার টাকা, মেসার্স সীমান্ত ট্রেডিং কর্পোরেশনের মালিক মোঃ সিরাজুল ইসলাম (৩৫) এক লাখ টাকা, মেসার্স এনপি কর্পোরেশনের মালিক নিজাম উদ্দিনকে (৩৮) দেড় লাখ টাকা, মেসার্স আল আমিন ট্রেডিং এজেন্সির মালিক মোঃ আল আমিন খানকে (৩২) এক লাখ টাকা, মেসার্স জাহিদ এন্টারপ্রাইজের মালিক মোঃ আমির হোসেনকে (৪৩) এক লাখ টাকা, মেসার্স তানভীর ট্রেডার্সের মালিক মোঃ জাকারিয়া চৌধুরীকে (৪৭) পাঁচ লাখ টাকা জরিমানা করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় আলমগীর ট্রেডার্সের মালিক পালিয়ে যাওয়ায় সিলগালা করা হয় তার প্রতিষ্ঠান।
×