ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মীর কাশেমের ছেলে আহমেদকে সাদা পোশাকে তুলে নেয়ার অভিযোগ

প্রকাশিত: ০৮:৫৯, ১০ আগস্ট ২০১৬

মীর কাশেমের ছেলে আহমেদকে সাদা পোশাকে তুলে নেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দ- পাওয়া জামায়াতে ইসলামী নেতা মীর কাশেম আলীর ছেলে আহমেদ বিন কাশেমকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছেন তার স্ত্রী তাহমিনা আক্তার। মিরপুর ডিওএইচএসের ৭ নম্বর সড়কে তাদের বাসায় রাত ১১টার দিকে কলিং বেল বাজিয়ে সাদা পোশাকের পাঁচজন লোক বাসায় ঢোকেন। তারা জানতে চান, তার স্বামী আহমেদ বিন কাশেম কোথায়। এ সময় তার স্বামী দরজার কাছে এলে তারা তাকে তাদের সঙ্গে যেতে বলেন। পরিচয় জানতে চাইলেও ওই ব্যক্তিরা নিজেদের পরিচয় দেননি। তার স্বামী যেতে রাজি না হলে তারা আহমেদ বিন কাশেমকে টেনে হিঁচড়ে নিচে নিয়ে যায়। তাদের সঙ্গে তাহমিনা নিচে নামেন। এ সময় ওই পাঁচজন আহমেদ বিন কাশেমকে বড় একটি মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যান। এ বিষয়ে পল্লবী থানা পুলিশ কোন কিছু জানে না বলে জানিয়েছে। তাছাড়া এই সময়ের মধ্যে মিরপুর ডিওএইচএস থেকে পুলিশ কাউকে আটক করেনি।
×