ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশকে পেছাতে চায় ওরা ॥ আমু

খালেদা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চান ॥ নাসিম

প্রকাশিত: ০৮:৩৯, ১০ আগস্ট ২০১৬

 খালেদা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চান ॥ নাসিম

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ৯ আগস্ট ॥ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জঙ্গীবাদীদের সঙ্গে খালেদা জিয়ার সম্পর্ক আছে বলেই খালেদা জিয়া জঙ্গীবাদকে ঘৃণা করে না। খালেদা জিয়া বাংলাদেশে জঙ্গীবাদকে প্রতিষ্ঠা করে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। শেখ হাসিনার জঙ্গীবাদ দমনের বর্তমান কার্যক্রম অব্যাহত থাকলে খালেদা জিয়ার এ স্বপ্ন কখনও বাস্তবায়ন হবে না। শেখ হাসিনা সরকারকে বিব্রত করার জন্য বিএনপি-জামায়াত জোট একের পর এক সন্ত্রাসী ঘটনা ঘটিয়ে দেশী ও বিদেশীদের হত্যা করছে এ দেশে। নাসিম বলেন, যার যার অবস্থান থেকে জঙ্গীবাদ দমনে লক্ষ্য রাখতে হবে। বিএনপি-জামায়াত জোট জনগণের শত্রু। এদের কাছে জনগণ এবং দেশ নিরাপদ নয়। নাসিম মঙ্গলবার বিকেলে টঙ্গীর এটলাস বাংলাদেশ লিঃ এর কারখানা চত্বরে স্বাস্থ্য অধিদফতর ইপিআই প্রকল্পের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য ৫৬২টি মোটরসাইকেল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিএনপি দেশকে পিছিয়ে দিতে চাইছে। খালেদা জিয়া এ দেশের অগ্রগতি চান না। সভায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধান অতিথির বক্তব্যে বলেন, অটোমোবাইল প্রস্তুত ও মেরামতকারী শিল্প বাংলাদেশের অর্থনীতিতে একটি উদীয়মান শিল্প খাত। জাতীয় শিল্পনীতি-২০১৬ তে একে অগ্রাধিকার শিল্প খাতের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশে নিজস্ব ব্র্যান্ডের মোটরসাইকেল উৎপাদন আমাদের সরকারের অন্যতম লক্ষ্য। ইতোমধ্যে সরকারের সহায়তায় অটোমোবাইল শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ হিসেবে দেশে স্পেয়ার পার্টস উৎপাদন শিল্পও বিকশিত হয়েছে। নাসিম এবং আমু মঙ্গলবার দুপুরে টঙ্গীতে এটলাস বাংলাদেশ লিমিটেডের কারখানা চত্বরে স্বাস্থ্য অধিদফতরের ইপিআই প্রকল্পের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য ৫৬২টি মোটরসাইকেল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ দ্বীন মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডাঃ হাবিব আব্দুল্লাহ সোহেল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মোঃ রেজওয়ান আহাম্মদ তৌফিক, বিএসইসির চেয়ারম্যান মোঃ ইমতিয়াজ হোসেন চৌধুরী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আজমত উল্লা খান, এটলাস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ আবুল কাশেম, এটলাস বাংলাদেশ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আবুল কাসেম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিএমএর গাজীপুর জেলা শাখার সভাপতি মোঃ আমির হোসেন রাহাত। এটলাসের বিক্রয় বিভাগের প্রধান মোঃ আজিবর রহমান জানান, এটলাস-জংসেন ব্র্যান্ডের ১২৫ সিসির প্রতিটি মোটরসাইকেলের বাজার মূল্য এক লাখ ৪০ হাজার টাকা। গাজীপুর সিভিল সার্জন ডাঃ মোঃ আলী হায়দার খান বলেন, ইপিআই প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে একজন করে সুপারভাইজার এবং প্রতি উপজেলার একজন করে মেডিক্যাল টেকনোলজিস্ট (এমটি) ওই মোটরসাইকেল পাবেন। শিল্পমন্ত্রী তার বক্তব্যে বলেন, বিএনপির ২০ দলীয় জোট ঐক্য করে বোমা হামলা করে দেশকে পিছিয়ে দিতে চাইছে। ১৩ হাজার যুদ্ধাপরাধীকে মুক্তি দিয়েছেন খালেদা জিয়ার স্বামী। খালেদা জিয়া এদেশের অগ্রগতি চান না। নিরীহ মানুষকে পাকিস্তানীরা যেভাবে হত্যা করেছিল খালেদা জিয়ার নির্দেশে সেভাবে এখন তা করা হচ্ছে। তিনি আরও বলেন, রাজধানীর ধোলাইখালে অনেক অটোমোবাইল স্পেয়ার পার্টস উৎপাদন কারখানা গড়ে উঠেছে। প্রযুক্তিগত উন্নতি সাধন করে এসব কারখানায় উন্নতমানের মোটর পার্টস উৎপাদন সম্ভব বলে উদ্যোক্তারা জানিয়েছেন। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশন এ লক্ষ্যে কাজ করছে।
×