ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘বঙ্গবন্ধু সমবায়কে অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন’

প্রকাশিত: ০৬:৩৫, ১০ আগস্ট ২০১৬

‘বঙ্গবন্ধু সমবায়কে অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন’

স্টাফ রিপোর্টার ॥ দারিদ্র্য বিমোচন ও আত্ম-কর্মসংস্থানের টেকসই হাতিয়ার হচ্ছে সমবায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়কে অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন। মঙ্গলবার আগারগাঁওস্থ সমবায় অধিদফতরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘প্রতিকৃতি’ উন্মোচন এবং ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশের সমবায়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. প্রশান্ত কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গা, সমবায় অধিদফতরের মহাপরিচালক মফিজুল ইসলাম প্রমুখ। মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার জাতির পিতা বঙ্গবন্ধুর সমবায়ভিত্তিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন দর্শন বাস্তবায়ন করে চলেছে। বর্তমান সরকার দারিদ্র্যপীড়িত মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প ও ‘পল্লী সঞ্চয় ব্যাংক’-এর মাধ্যমে ক্ষুদ্র ঋণের পরিবর্তে ক্ষুদ্র সঞ্চয় কার্যক্রম চালু করেছে।
×