ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জিমন্যাস্টিক্সে জাপানের চমক

প্রকাশিত: ০৬:৩০, ১০ আগস্ট ২০১৬

জিমন্যাস্টিক্সে জাপানের চমক

স্পোর্টস রিপোর্টার ॥ পুরুষদের দলগত জিমন্যাস্টিক্সে চীনা রাজত্ব ঘুচিয়ে শ্রেষ্ঠত্ব নিজেদের দখলে নিয়েছে জাপান। সোমবার রাতে গত দুই আসরের স্বর্ণজয়ী চীনকে হারিয়ে দলগত জিমন্যাস্টিক্সে স্বর্ণপদক জিতেছে কোহি উচিমুরার নেতৃত্বাধীন জাপান জিনম্যাস্টিকস দল। এই ইভেন্টে রৌপ্যপদক জয় করেছে রাশিয়া। ২০০০ সালের পর প্রথমবারের মতো এই ইভেন্টে পদকের দেখা পেয়েছে রাশানরা। চীন পেয়েছে ব্রোঞ্জপদক। রিও অলিম্পিক এ্যারিনায় অনুষ্ঠিত ফ্লোর রোটেশনের চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন জাপান ০.২০৮ ব্যবধানে রাশিয়াকে এবং ০.৭৩৯ ব্যবধানে চীনকে পেছনে ফেলে। সর্বশেষ ২০০৪ সালে স্বর্ণপদক জয়ী জাপান এই আসরে স্কোর করেছে ২৭৪.০৯৪ পয়েন্ট। রাশিয়া ও চীন যথাক্রমে ২৭১.৪৫৩ ও চীন ২৭১.১২২ পয়েন্ট লাভ করে। কোয়ালিফাইং রাউন্ডে বরাবরের মতোই শীর্ষে ছিল চীনারা। কিন্তু ভুলগুলো যেন ফাইনাল রাউন্ডের জন্যই জমা ছিল। ভল্ট, রিং ও ফ্লোর এক্সারসাইজে পতন আর হোঁচটের জন্য হ্যাটট্রিক সোনার বদলে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট চীনারা।
×