ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পোগবার বিশ্বরেকর্ড

প্রকাশিত: ০৬:৩০, ১০ আগস্ট ২০১৬

পোগবার বিশ্বরেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে বিশ্বরেকর্ড গড়েই ফেললেন পল পোগবা। ট্রান্সফার মার্কেটের ইতিহাসে রেকর্ড গড়ে দল বদল করেছেন ফরাসী এই মিডফিল্ডার। ইতালিয়ান ক্লাব জুভেন্টাস ছেড়ে রেকর্ড মূল্যে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লিখিয়েছেন ২৩ বছর বয়সী এই তারকা। জুভেন্টাস থেকে ১০৫ মিলিয়ন ইউরোর (৮৯ মিলিয়ন পাউন্ড, ১১৬.৪ মিলিয়ন মার্কিন ডলার) বিনিময়ে পোগবাকে দলে ভিড়িয়েছে ম্যানইউ। পাঁচ বছরের চুক্তিতে বিনিময় অর্থ ক্লাবের পক্ষ থেকে প্রকাশ করা না হলেও ব্রিটিশ সংবাদমাধ্যম চুক্তির অর্থের পরিমাণ নিশ্চিত করেছে। এর ফলে দুই রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেল ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে টপকে পোগবা এখন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার। একসময় ৮০ মিলিয়ন পাউন্ডে ম্যানইউ থেকে রিয়ালে গিয়ে নতুন রেকর্ড গড়েছিলেন রোনাল্ডো। পরে সেটি ভাঙেন গ্যারেথ বেল, ৮৬ মিলিয়ন পাউন্ডে। চুক্তি স্বাক্ষর করার পর উচ্ছ্বসিত পোগবা বলেন, ফুটবল থেকে যা কিছু অর্জনের আশা করেছি তার জন্য এটাই সঠিক ক্লাব। আবারও এখানে আসতে পেরে আমি দারুণ খুশি। এটা এমন একটি ক্লাব যার জন্য আমার কাছে বিশেষ একটি স্থান আছে। জোশে মরিনহোর সঙ্গে কাজ করার জন্য সত্যিকার অর্থেই মুখিয়ে আছি। আমি শুধু শিরোপা জিততে চাই।
×