ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দীর্ঘ বিরতিই ভাবাচ্ছে হাতুরুকে

প্রকাশিত: ০৬:৩০, ১০ আগস্ট ২০১৬

দীর্ঘ বিরতিই ভাবাচ্ছে হাতুরুকে

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে এপ্রিলে, ভারতে টি২০ বিশ্বকাপে। টেস্টে আরও আগে, গত বছর জুলাই-আগস্টে, ঢাকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সে হিসেবে এক বছরেরও বেশি সময় পর অক্টোবরে ঘরের মাটিতে আলোচিত ইংল্যান্ড সিরিজে সাদা পোশাকে মাঠে ফিরবে টাইগাররা। দীর্ঘ ছুটি কাটিয়ে ফেরা প্রধান কোচ হাতুরুসিংহকে এই বিষয়টাই বেশি করে ভাবাচ্ছে। টাইগার কোচ বলেন, ‘আমরা অনেক দিন ম্যাচ খেলিনি, আন্তর্জাতিক ক্রিকেটে নেই, আসন্ন ইংল্যান্ড সিরিজে এটিই হতে পারে বড় সমস্যা। কিন্তু এটা আমাদের হাতে নেই। সিরিজ শুরু হতে এখনও বেশ কিছুটা সময় বাকি। তাই ভাল প্রস্তুতির সুযোগ থাকছে। ছেলেরা ঘরোয়া প্রথমশ্রেণীর বিসিএলে খেলবে। ইতিবাচক দিক এটাই।’ আপাতত পরিকল্পনা অনুযায়ী অনুশীলন চালিয়ে যাওয়ার ওপরই গুরুত্ব কোচের। তবে ম্যাচ প্র্যাকটিসের বিষয়টাও মাথায় ঘুড়পাক খাচ্ছে। হাতুরু বলেন, ‘আমরা এখন যেটা করতে পারি, তা হচ্ছে পরিকল্পনা মতো কঠোর অনুশীলন চালিয়ে যাওয়া।’
×