ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লৌহমানবীর আবার স্বর্ণ জয়

প্রকাশিত: ০৬:২৯, ১০ আগস্ট ২০১৬

লৌহমানবীর আবার স্বর্ণ জয়

স্পোর্টস রিপোর্টার ॥ অতীত ডোপ পাপের জন্য কটূক্তি এবং ব্রাজিলের দর্শকদের কাছ থেকে দুয়োধ্বনি শুনতে হয়েছে। এর মধ্যেও ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে রৌপ্য জিতেছেন জুলিয়া এফিমোভা। তবে স্বর্ণ জয়ী যুক্তরাষ্ট্রের ১৯ বছর বয়সী তরুণী লিলি কিং দারুণ ক্ষোভ প্রকাশ করেছেন কোন ডোপ পাপীর সঙ্গে সাঁতরাতে হয়েছে বলে। তাকে সমর্থন দিয়ে কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেলপসও কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। এতকিছুর মধ্যে দিয়েও রিও অলিম্পিক এগিয়ে চলেছে। চাইনিজ তারকা সান ইয়াং অবশেষে স্বর্ণপদক জিতেছেন ২০০ মিটার ফ্রিস্টাইলে। আর পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে নতুন অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের রায়ান মারফি। অন্যদিকে, আইরন লেডি খ্যাত হাঙ্গেরির কাতিঙ্কা হসজু দ্বিতীয় স্বর্ণপদক গলায় ঝুলিয়েছেন। এবার তিনি জেতেন মহিলাদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে। নিষিদ্ধ ড্রাগ সতীর্থদের মধ্যে ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা আছে এফিমোভার। এমন অভিযোগ এনে রাশিয়ান এ মহিলা সাঁতারুকে এবার রিও অলিম্পিক থেকে নিষিদ্ধ করেছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। কিন্তু ক্রীড়া সালিশ-নিষ্পত্তি আদালতে (সিএএস) নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপীল করে জিতে গেছেন। তবে রিও অলিম্পিকে অংশ নিতে এসে তোপের মুখে পড়েন এফিমোভা। দর্শকরা এবং অন্য দেশের সাঁতারুরা নিয়মিতই তার প্রতি কটূক্তি করে যাচ্ছেন। তবে সে সবের দিকে কর্ণপাতই করছেন না এফিমোভা। ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জিতলেও ১০০ মিটারে কিছুই করতে পারেননি। এবার ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে এত বিপত্তির মধ্যেও জিতেছেন রৌপ্য। মার্কিন তরুণী লিলি ১ মিনিট ৪.৯৩ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ, ১ মিনিট ৫.৫০ সেকেন্ড নিয়ে হন দ্বিতীয়। করমর্দন করে অভিনন্দন জানান লিলিকে। এরপর লিলি বলেন, ‘তুমি জানো এক নম্বরের সঙ্গে করমর্দন করলে এবং তুমি নিজে ডোপিংয়ের জন্য ধরা খেয়েছো। কিন্তু আমি পরিচ্ছন্নদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।’ অলিম্পিক পদক জয়ে সর্বকালের সেরা ফেলপস তাকে সমর্থন দিয়ে বলেন, ‘শুধু সাঁতারে নয়, অন্য ক্রীড়াতেও ডোপ পাপীরা অংশ নিচ্ছে। আমার মনে এ বিষয়ে কঠোর কোন ব্যবস্থা নেয়ার নীতি থাকা দরকার।’ ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে স্বর্ণ জিতেছিলেন লৌহমানবী হসজু। এবার ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ৫৮.৪৫ সেকেন্ড সময় নিয়ে আরেকটি সোনা জিতলেন এ হাঙ্গেরিয়ান। যুক্তরাষ্ট্রের ক্যাথলিন বেকার দারুণ লড়ে ৫৮.৭৫ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য এবং কানাডার কাইল মেস ও চীনের ফু ইউয়ানহুই যৌথভাবে ব্রোঞ্জ জয় করেন। রেকর্ড হয়েছে পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে। যুক্তরাষ্ট্রের ২১ বছর বয়সী তরুণ মারফি অলিম্পিক রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন। তিনি ৫১.৯৭ সেকেন্ড সময় নিয়ে সেরা হন। চীনের শু জিয়াইয়ু ৫২.৩১ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য ও যুক্তরাষ্ট্রের ডেভিড পামার ৫২.৪০ সেকেন্ড টাইমিংয়ে ব্রোঞ্জ জয় করেন। অপরদিকে, পুরুষদের ২০০ মিটার ফ্রিস্টাইলে নেমে স্বর্ণের দেখা পেয়েছেন চাইনিজ ডোপ পাপী সাঁতারু সান। নিজেকে ফ্রিস্টাইলের রাজা দাবি করলেও ৪০০ মিটারের ইভেন্টে রৌপ্য জিতেছিলেন তিনি। এবার ২০০ মিটারে ১ মিনিট ৪৪.৩৬৫ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতলেন। হারিয়েছেন দক্ষিণ আফ্রিকান তরুণ চ্যাড লি ক্লোসকে মাত্র ০.৫৫ সেকেন্ডের ব্যবধানে। যুক্তরাষ্ট্রের কনোর ডায়ার জিতেছেন ব্রোঞ্জ।
×