ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ট্র্যাপ শূটিংয়ে বাজিমাত গ্লাসনোভিচের

প্রকাশিত: ০৬:২৯, ১০ আগস্ট ২০১৬

ট্র্যাপ শূটিংয়ে বাজিমাত গ্লাসনোভিচের

স্পোর্টস রিপোর্টার ॥ যতই দিন গড়াচ্ছে ততই আলো ছড়াচ্ছে রিও অলিম্পিক। বিভিন্ন ইভেন্টে চলছে রেকর্ড ভাঙ্গা গড়ার খেলা। এই যেমন ছেলেদের ট্র্যাপ শূটিংয়ের স্বর্ণ জিতে সবাইকে অবাক করে দিয়েছেন ক্রোয়েশিয়ার জোসিপ গ্লাসনোভিচ। অলিম্পিকের এই ইভেন্টে এটাই ক্রোয়েশিয়ার প্রথম স্বর্ণপদক। বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে চার শটের শূটঅফে ইতালির জিওভান্নি পেল্লিয়েলোকে হারিয়ে সবার সেরা হন ৩৩ বছর বয়সী গ্লাসনোভিচ। এই ইভেন্টে ব্রোঞ্জপদক জিতেছেন গ্রেট ব্রিটেনের ৩৩ বছর বয়সী শূটার এ্যাডওয়ার্ড লিং। গ্লাসনোভিচ সেমিফাইনালে ১৫ বারের প্রতিবারই ছোট্ট কমলা রংয়ের টার্গেটে হিট করেন। কিন্তু ফাইনালে দু’বার লাগাতে পারেননি। পরে অবশ্য শূটঅফে চারবারের মধ্যে চারবারই হিট করেন। ২০০৮ বেজিং অলিম্পিকে কোন পদক জিততে পারেননি গ্লাসনোভিচ। এবার সে অপূর্ণতা ঘোচালেন। ৪৬ বছর বয়সী পেল্লিয়েলো এবার দিয়ে সপ্তমবার অলিম্পিকে অংশ নিয়ে তৃতীয় রৌপ্যপদক জিতলেন। স্বর্ণ জিতে উচ্ছ্বসিত গ্লাসনোভিচ বলেন, এই ভাললাগা বলে বোঝানোর নয়। খুব ভাল লাগছে অলিম্পিকে পদক জিততে পেরে। ফেন্সিংয়ে দুর্দান্ত সাফল্য দেখিয়েছে রাশিয়া। ডোপিং কেলেঙ্কারিতে বিধ্বস্ত দেশটি এই ইভেন্টে তাক লাগানো সাফল্য পাচ্ছে। মেয়েদের সেবার ব্যক্তিগত ইভেন্টের স্বর্ণ ও রৌপ্যপদক জিতেছে রাশানরা অল-রাশান ফাইনালে স্বদেশী শীর্ষ বাছাই সোফিয়া ভেলিকায়াকে হারান ইয়ানা এগোরিয়ান। এই নিয়ে ফেন্সিংয়ে তৃতীয় স্বর্ণ পেল রাশিয়া। ২০ বছরের মধ্যে এই প্রথম অলিম্পিক ফেন্সিংয়ের কোন ফাইনালে একসঙ্গে খেলেছেন দুই রুশ ফেন্সার। গেমসের তৃতীয় দিনে এই ইভেন্টের ব্রোঞ্জপদক পেয়েছেন লন্ডন অলিম্পিকেও পোডিয়ামের তৃতীয় ধাপে থাকা ইউক্রেনের ওলগা খারলান। প্রথম দিন মেয়েদের ব্যক্তিগত এপে ইভেন্টের ফাইনালে স্বর্ণ জয় করেন হাঙ্গেরির এমেসে সাস। দ্বিতীয় দিন ছেলেদের ব্যক্তিগত ফয়েল ইভেন্টের ফাইনালে বাজিমাত করেন ইতালির ডানিয়েলে গারোজ্জা। অলিম্পিকের নতুন ক্রীড়া রাগবি সেভেনের মেয়েদের ইভেন্টের স্বর্ণপদক জিতেছে অস্ট্রেলিয়া। প্রতিবেশী নিউজিল্যান্ডকে ২৪-১৭ পয়েন্টে হারিয়েছে তারা। আর ইংল্যান্ডকে ৩৩-১০ পয়েন্টে হারিয়ে তৃতীয় হয়েছে কানাডা। পুুরুষদের জুডোর ৭৩ কেজি ওজনশ্রেণীতে স্বর্ণপদক জয় করেছেন জাপানের সোহেই ওনো। ২৪ বছর বয়সী এই জাপানীর সাফল্য নিয়ে সংশয় থাকলেও শেষ পর্যন্ত বাজিমাত করেন তিনিই।
×