ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্রাজিল-আর্জেন্টিনার ‘ডু অর ডাই’ ম্যাচ

প্রকাশিত: ০৬:২৯, ১০ আগস্ট ২০১৬

ব্রাজিল-আর্জেন্টিনার ‘ডু অর ডাই’ ম্যাচ

স্পোর্টস রিপোর্টার ॥ রিও অলিম্পিকের পুরুষ ফুটবলে ‘ডু অর ডাই’ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। বিশ্ব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় দল দুটি বর্তমানে খাদের কিনারে দাঁড়িয়ে। প্রথম দুই গ্রুপ ম্যাচের ব্যর্থতার কারণে শেষ গ্রুপ ম্যাচটি বাঁচামরার দু’দলের জন্যই। আজ রাতে ‘ডি’ গ্রুপের ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। এই গ্রুপ থেকে টানা দুই জয়ে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পর্তুগালের যুবারা। একটি করে ম্যাচে জয় ও হার সঙ্গী করে ৩ পয়েন্ট করে নিয়ে গোল গড়ে যথাক্রমে দুই ও তিনে আছে হন্ডুরাস ও আর্জেন্টিনা। এই ম্যাচে ড্র করলেই শেষ আট নিশ্চিত হবে হন্ডুরাসের। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই আর্জেন্টিনার। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচই গোলশূন্য ড্র করে শেষ আটে খেলা কঠিন করে তুলেছে স্বাগতিক ব্রাজিল। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জাল খুঁজে না পাওয়া সেলেসাওরা ইরাকের বিপক্ষে পরের ম্যাচেও একই ব্যর্থতার পুনরাবৃত্তি করে। যে কারণে শেষ গ্রুপ ম্যাচটির ওপর নির্ভর করছে নেইমারদের ভাগ্য। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টায় গ্রুপের শীর্ষে থাকা ডেনমার্কের বিপক্ষে খেলবে ব্রাজিল। ম্যাচটি যে সহজ হবে না সেটা গ্রুপের পয়েন্ট তালিকার দিকে দৃষ্টি দিলেই পরিষ্কার। ডেনমার্ক দুই ম্যাচে একটি করে জয় ও ড্র সঙ্গী করে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। দুই ম্যাচেই ড্র করে ২ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে দুই ও তিনে ব্রাজিল ও ইরাক। ইরাক শেষ ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। যারা গ্রুপের সবচেয়ে দুর্বল দল। ব্রাজিলকে রুখে দেয়া যুদ্ধবিধ্বস্ত ইরাকিরা জয়ের জন্যই খেলবে। ইরাক জয় পেলে নকআউট পর্বে যেতে ব্রাজিলেরও জয়ের বিকল্প থাকবে না। আবার ড্র করলেও বিপদ। সেক্ষেত্রে গোল গড়ে নেইমার, গ্যাব্রিয়েলদের বাদ পড়ার সম্ভাবনা বেশি। এজন্য ডেনিশদের বিপক্ষে জয়ের বিকল্প নেই রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দেশের যুবাদের। দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথম ম্যাচ ড্র করার পর ব্রাজিল অধিনায়ক নেইমার বলেছিলেন, এই ড্র হারের সমান। তিনি আরও বলেছিলেন, পরের ম্যাচে জিততেই হবে। কিন্তু ইরাকের বিপক্ষে কথা রাখতে পারেননি বার্সিলোনা তারকা। যে কারণে হয় তো ভাষা হারিয়ে ফেলেছেন তিনি! ব্যর্থতার বেড়াজাল খোঁজার মন্ত্রই হয়ত খুঁজছেন নেইমার। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এখন পর্যন্ত অলিম্পিক ফুটবলে সোনা জিততে পারেনি। এবারই মোক্ষম সুযোগ মনে করা হচ্ছিল। ঘরের মাঠ, চেনা দর্শক। কিন্তু দর্শকদের আশা-আকাক্সক্ষার প্রতিদান দেয়া দূরে থাক, টানা দুই ম্যাচে গোলহীন থেকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়ার শঙ্কায় তারা। এ কারণেই ডেনিশদের না হারাতে পারলে বিদায় হতে পারে গ্রুপ পর্বেই। সম্ভাবনা টিপ টিপ করে জ্বললেও ব্রাজিল কোচ মিকেলে আগেই ক্ষমা চেয়ে রেখেছেন। তিনি বলেছেন, আমরা ইরাকের বিরুদ্ধে নিজেদের খেলাটাই খেলতে পারিনি। দর্শকেরা আমাদের জন্য সমর্থন নিয়ে মাঠে এসেছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরা কিছুই পারিনি। তাদের দুয়োই শুনেছি। আমরা যেহেতু তাদের প্রত্যাশার প্রতিদান দিতে পারিনি। তাই আমি ক্ষমা চাচ্ছি। এমনিতেই রিও অলিম্পিক নিয়ে ব্রাজিলের রাজনীতির অঙ্গন গরম গোটা দেশই অলিম্পিক আয়োজনের পক্ষে-বিপক্ষে দুই ভাগে বিভক্ত। চরম অর্থনৈতিক মন্দা পরিস্থিতির মধ্যে বিশ্বকাপ ফুটবল আয়োজনের দুই বছরের মাথায় অলিম্পিকের মতো এত বিশাল একটি আয়োজন ব্রাজিলকে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দেবে বলে মনে করেন সিংহভাগ মানুষ! এই অবস্থায় আত্মার খেলা ফুটবলের ব্যর্থতা কিছুতেই মেনে নিতে পারবেন না ব্রাজিলের খেলাপাগল মানুষ।
×