ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডোপপাপীদের নিয়ে বোল্টের প্রশ্ন!

প্রকাশিত: ০৬:২৯, ১০ আগস্ট ২০১৬

ডোপপাপীদের নিয়ে বোল্টের প্রশ্ন!

স্পোর্টস রিপোর্টার ॥ এবার রিও ডি জেনিরো অলিম্পিকে রাশিয়ার ট্র্যাক এ্যান্ড এ্যাথলেটরা ডোপ পাপের ব্যাপক ছোবলে নিষিদ্ধ হয়েছেন। সেটা নিয়ে কিংবদন্তি জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট দুঃখ প্রকাশ করেছিলেন। কিন্তু এবার লড়াইয়ে নামার সময় হয়েছে। তাই ট্র্যাকে যুদ্ধে নামার আগে মৌখিক লড়াই শুরু করে দিয়েছেন সর্বকালের সবচেয়ে গতিধর এ স্প্রিন্টার। এবার ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিন ও ল্যাশন মেরিট। দু’জনই অতীতে ডোপ পাপে নিষিদ্ধ হয়েছিলেন। ট্র্যাকে নামার আগে তাই প্রতিদ্বন্দ্বীদের কটাক্ষ করে বোল্ট বললেন বিশ্বস্ত থাকার। আগের দুই অলিম্পিকেই ১০০, ২০০ মিটার ছাড়াও দলগত ৪ী১০০ মিটারে স্বর্ণপদক জিতেছেন। ডাবল-ট্রিপলের পর এখন এ জ্যামাইকান বিদ্যুতের লক্ষ্য ট্রিপল-ট্রিপল জয়ের। কিন্তু অন্যতম প্রতিপক্ষ গ্যাটলিন অতীতে দুই দফায় ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ হন। ল্যাশনও নিষেধাজ্ঞা কাটিয়েছেন একই কারণে। লড়াই শুরু শুক্রবার। এর আগেই বোল্ট বললেন, ‘মানুষের বিশ্বাস থাকাটা জরুরী। আমরা বাজে আগাছাগুলোকে পরিষ্কার করতে চাইছি। সঠিক পথেই এগিয়ে যাচ্ছে সবকিছু। কিন্তু কিছুরই গ্যারান্টি নেই। ১০০ মিটার আমার জন্য কখনও অস্বস্তিকর নয়। তবে ২০০ মিটারে যখন নামি তখন কিছুটা স্নায়ুচাপে থাকি। তবে যেটাই হোক আমি চাই প্রতিযোগিতাটা হবে ড্রাগ ফ্রি! আমার প্রতিপক্ষরা যেন বিষয়টা মাথায় রাখেন।’ এবার ২৯ বছর বয়সী বোল্টের স্বর্ণপদকগুলো ধরে রাখার মিশনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ৩৪ বছর বয়সী গ্যাটলিন।
×