ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সবচেয়ে দ্রুতগতির ট্রেন

প্রকাশিত: ০৫:৩৬, ১০ আগস্ট ২০১৬

সবচেয়ে দ্রুতগতির ট্রেন

গতির দৌড়ে বুলেট ট্রেনের নাম দুনিয়াজোড়া। কিন্তু আগামী মাসে চীন যে ট্রেন নামাতে যাচ্ছে সেটি গতিতে বুলেট ট্রেনকেও ছাড়িয়ে যাবে। বিশ্বের সবচেয়ে দ্রতগতিসম্পন্ন নতুন এ ট্রেনের গতি হবে ঘণ্টায় ৩৮০ কিলোমিটার। তবে ট্রেনটির কি নাম দেয়া হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। খবরে বলা হয়েছে, চীনের কেন্দ্রীয় হেনান প্রদেশের জেংজু থেকে পূর্বাঞ্চলীয় জংশু প্রদেশের জুজ পর্যন্ত ছুটবে এ ট্রেন। ফলে ওই পথের দূরত্ব কমে আসবে দেড় থেকে আড়াই ঘণ্টা। নতুন এ ট্রেনের স্পিড নিয়ে বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা চলছে। বুলেট ট্রেনের চেয়ে ঘণ্টায় অন্তত ৫০ কি.মি. বেশি গতিতে ছুটতে সক্ষম। এ ট্রেনের স্পিড সর্বোচ্চ ৪শ’ কিলোমিটার পর্যন্ত উঠেছে। চীন তার প্রধান শহর বেজিং-সাংহাই রুটে দ্রুতগতির ট্রেন ট্র্যাক তৈরির মাধ্যমে গত বছর বিলয়ন ডলার মুনাফা করেছে। আবার দ্রুতগতির ট্রেন প্রযুক্তি প্রসারেও চেষ্টা অব্যাহত রেখেছে চীন। -টেক টাইম অবলম্বনে।
×