ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুদ্ধাপরাধী বিচার ॥ সাবেক এমপি সাখাওয়াতসহ ৮ রাজাকারের মামলার রায় আজ

প্রকাশিত: ০৫:৩৬, ১০ আগস্ট ২০১৬

যুদ্ধাপরাধী বিচার ॥ সাবেক এমপি সাখাওয়াতসহ ৮ রাজাকারের মামলার রায় আজ

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যশোরের সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনসহ ৮ রাজাকারের মামলার রায় আজ বুধবার ঘোষণা করা হবে। অন্যদিকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত ময়মনসিংহের মুক্তাগাছায় গ্রেফতারকৃত চার রাজাকারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার দুই রাজাকার সৈয়দ মোঃ হোসাইন ও মোঃ মোসলেম প্রধানের বিরুদ্ধে প্রসিকিউশনের ১১তম সাক্ষী চাঁনফর আলী জবানবন্দীতে বলেছেন আসামিদের নির্দেশে রাজাকার ও পাকিস্তানী আর্মিরা ২০ জনকে গুলি করে হত্যা করে। পরবর্তী সাক্ষীর জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন নির্ধারণ করা হয়েছে। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মঙ্গলবার এ আদেশগুলো প্রদান করেছেন। যশোরের সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনসহ ৮ আসামির যুদ্ধাপরাধ মামলার রায় জানা যাবে আজ বুধবার। ট্রাইব্যুনালের প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন মঙ্গলবার বলেন, ‘রায়ের জন্য অপেক্ষমাণ রাখা এ মামলাটি মঙ্গলবার কার্যতালিকায় এলে বিচারক রায় ঘোষণার দিন ঠিক করে দেন।’ এর আগে প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে গত ১৪ জুলাই আদালত মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখে। অর্থাৎ যে কোন দিন রায় ঘোষণা করা হবে। এ মামলায় আট আসামি হলেনÑ জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক সাখাওয়াত, মোঃ বিল্লাল হোসেন বিশ্বাস, মোঃ ইব্রাহিম হোসাইন, শেখ মোঃ মজিবুর রহমান, এম এ আজিজ সরদার, আব্দুল আজিজ সরদার, কাজী ওহিদুল ইসলাম ও মোঃ আব্দুল খালেক। মুক্তাগাছার ৪ রাজাকার ॥ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত ময়মনসিংহের মুক্তাগাছার চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আসামিরা হলেন আঃ রহিম মাস্টার, জামাল উদ্দিন, আব্দুস সালাম মুন্সী ও সুরুজ আলী ফকির। অভিযুক্তদের মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির করার পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। একই সঙ্গে মামলা তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেয়ার জন্য ২০ অক্টোবর তারিখ নির্ধারণ করেন আদালত। কিশোরগঞ্জের দুই রাজাকার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার দুই রাজাকার সৈয়দ মোঃ হোসাইন ও মোঃ মোসলেম প্রধানের বিরুদ্ধে প্রসিকিউশনের ১১তম সাক্ষী চাঁনফর আলী জবানবন্দীতে বলেছেন আসামিদের নির্দেশে রাজাকার ও পাকিস্তানী আর্মির ২০ জনকে গুলি করে হত্যা করে।
×